গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
এতে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ জামতলা বাজার এলাকা পর্যন্ত প্রায় আট কিলোমিটারজুড়ে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন আটকে থাকা শত শত যানবাহনের যাত্রী ও চালকেরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত ১টার পরে অতিমাত্রায় কুয়াশার ঘনত্ব বাড়ায় নৌদুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টায় পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
বুধবার সকালে দৌলতদিয়া প্রান্তে দেখা যায়, ফেরিঘাট এলাকায় সহস্রাধিক ঢাকামুখী গাড়ি নদী পাড়ি দিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ জামতলা বাজার পর্যন্ত প্রায় আট কিলোমিটার লম্বা লাইনে অপেক্ষা করছে। শীত ও কুয়াশায় আটকে থাকা যাত্রীরা গাড়িতেই বসে আছেন। অনেকে গাড়ি থেকে নেমে বাইরে চায়ের স্টলে ভিড় করছেন। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে ফেরিঘাটের দিকে এগোচ্ছেন। ফেরিঘাটের সংযোগ সড়কসহ পন্টুনে কিছু গাড়ির সঙ্গে বেশ কিছু যাত্রী কখন ফেরিতে উঠবেন সে জন্য অপেক্ষা করছেন। অনেকে আবার ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে নদী পাড়ি দিচ্ছেন।
ইঞ্জিনচালিত ট্রলারে নদী পাড়ি দিতে আসা খাইরুল আলম বলেন, ‘আমার গাড়িটা ফেরিঘাট থেকে এখনো প্রায় ৩ কিলোমিটার দূরে রয়েছে। আমাকে দ্রুত ঢাকায় যেতে হবে। তাই ঝুঁকি নিয়েই একপর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি ট্রলারে করে নদী পাড়ি দেব।’
ঝুঁকি নিয়ে ট্রলারে ওঠার ব্যাপারে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন বলেন, নৌ-দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক টহল দেওয়া হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলারচালকেরা স্থান পরিবর্তন করেন। ফেরিঘাট থেকে লঞ্চঘাট, আবার লঞ্চঘাট থেকে অন্য জায়গায় গিয়ে যাত্রী পারাপার করার চেষ্টায় আছেন। ট্রলারে যাতে করে কেউ পারাপার হতে না পারে, সে জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।’
ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনগুলো সকাল ১০টার দিকেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। রিকশা, অটোরিকশা ও ভ্যানে করে জরুরি কাজে ছুটে চলা মানুষের জবুথবু অবস্থায় বসে চলাচল করতে দেখা যায়।
সাতক্ষীরা থেকে মঙ্গলবার রাত ৭টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাত ১২টার দিকে ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে সিরিয়ালে আটকা পড়ে এ কে ট্রাভেলসের একটি পরিবহন। কিছু দূর এগোতেই ফেরি বন্ধ হয়ে গেলে সারা রাত সিরিয়ালেই থাকতে হয় তাদের। বাসের সুপারভাইজার ফজর আলী বলেন, ‘আমাদের ভোরবেলায় গাবতলী পৌঁছানোর কথা থাকলেও ফেরিঘাট থেকে এখনো দুই কিলোমিটার দূরে আছি। ফেরি পেতে এখনো তিন-চার ঘণ্টা লাগবে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়ায় সাতটি করে ফেরি নোঙর করে ছিল। কুয়াশায় ফেরি বন্ধের ৯ ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি ছেড়ে যায়। ফেরি বন্ধ ও স্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হয়। এতে দৌলতদিয়া প্রান্তে সাত শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে।’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
এতে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ জামতলা বাজার এলাকা পর্যন্ত প্রায় আট কিলোমিটারজুড়ে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন আটকে থাকা শত শত যানবাহনের যাত্রী ও চালকেরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। রাত ১টার পরে অতিমাত্রায় কুয়াশার ঘনত্ব বাড়ায় নৌদুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টায় পুনরায় এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
বুধবার সকালে দৌলতদিয়া প্রান্তে দেখা যায়, ফেরিঘাট এলাকায় সহস্রাধিক ঢাকামুখী গাড়ি নদী পাড়ি দিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ জামতলা বাজার পর্যন্ত প্রায় আট কিলোমিটার লম্বা লাইনে অপেক্ষা করছে। শীত ও কুয়াশায় আটকে থাকা যাত্রীরা গাড়িতেই বসে আছেন। অনেকে গাড়ি থেকে নেমে বাইরে চায়ের স্টলে ভিড় করছেন। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে ফেরিঘাটের দিকে এগোচ্ছেন। ফেরিঘাটের সংযোগ সড়কসহ পন্টুনে কিছু গাড়ির সঙ্গে বেশ কিছু যাত্রী কখন ফেরিতে উঠবেন সে জন্য অপেক্ষা করছেন। অনেকে আবার ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে নদী পাড়ি দিচ্ছেন।
ইঞ্জিনচালিত ট্রলারে নদী পাড়ি দিতে আসা খাইরুল আলম বলেন, ‘আমার গাড়িটা ফেরিঘাট থেকে এখনো প্রায় ৩ কিলোমিটার দূরে রয়েছে। আমাকে দ্রুত ঢাকায় যেতে হবে। তাই ঝুঁকি নিয়েই একপর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি ট্রলারে করে নদী পাড়ি দেব।’
ঝুঁকি নিয়ে ট্রলারে ওঠার ব্যাপারে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন বলেন, নৌ-দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক টহল দেওয়া হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলারচালকেরা স্থান পরিবর্তন করেন। ফেরিঘাট থেকে লঞ্চঘাট, আবার লঞ্চঘাট থেকে অন্য জায়গায় গিয়ে যাত্রী পারাপার করার চেষ্টায় আছেন। ট্রলারে যাতে করে কেউ পারাপার হতে না পারে, সে জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।’
ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনগুলো সকাল ১০টার দিকেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। রিকশা, অটোরিকশা ও ভ্যানে করে জরুরি কাজে ছুটে চলা মানুষের জবুথবু অবস্থায় বসে চলাচল করতে দেখা যায়।
সাতক্ষীরা থেকে মঙ্গলবার রাত ৭টায় ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাত ১২টার দিকে ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে সিরিয়ালে আটকা পড়ে এ কে ট্রাভেলসের একটি পরিবহন। কিছু দূর এগোতেই ফেরি বন্ধ হয়ে গেলে সারা রাত সিরিয়ালেই থাকতে হয় তাদের। বাসের সুপারভাইজার ফজর আলী বলেন, ‘আমাদের ভোরবেলায় গাবতলী পৌঁছানোর কথা থাকলেও ফেরিঘাট থেকে এখনো দুই কিলোমিটার দূরে আছি। ফেরি পেতে এখনো তিন-চার ঘণ্টা লাগবে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়ায় সাতটি করে ফেরি নোঙর করে ছিল। কুয়াশায় ফেরি বন্ধের ৯ ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি ছেড়ে যায়। ফেরি বন্ধ ও স্বল্পতার কারণে যানবাহন পারাপার ব্যাহত হয়। এতে দৌলতদিয়া প্রান্তে সাত শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকে রয়েছে।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১২ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
২৮ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে