বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

সরকারি বিভিন্ন দপ্তরের চাকরির নামে প্রার্থীদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার বালিয়াকান্দি থেকে গতকাল রোববার দুপুরে উপজেলার সোনালী ব্যাংকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আলী রেজা সুমন (৩৮) ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ৭ নম্বর ওয়ার্ডের নিশ্চিতপুর গ্রামের এবাদত হোসেন মোল্লার ছেলে।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বালিয়াকান্দি উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে আলামতসহ সুমনকে হাতেনাতে আটক করা হয়। প্রতিটি সরকারি দপ্তরে চাকরির সার্কুলার এলে সরব হয়ে যায় চক্রটি। নেমে পড়ে প্রার্থী জোগাড়ে।
সম্প্রতি পুলিশের কনস্টেবল এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ঘিরে চক্রটি চাকরি হওয়ার পর টাকা দিতে বলে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে ১৪ লাখ টাকার চেক, স্ট্যাম্প ও শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জমা নেয়। পরে যাঁদের মেধা ও যোগ্যতায় চাকরি হয়েছে, তাঁদের প্রতিজনের কাছ থেকে হাতিয়ে নেয় ১৪ লাখ টাকা। আর যাঁদের চাকরি হয়নি তাঁদের চেক, স্ট্যাম্প ও সনদ দিয়ে শুরু করে নতুন প্রতারণা।
রাজবাড়ী ডিবির ওসি মনিরুজ্জামান খান আরও বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্রটি এরকম প্রতারণা করে যাচ্ছিল। এ সময় প্রতারক চক্রের সদস্যের কাছ থেকে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের বিভিন্ন শাখার ১৪ লাখ টাকার তিনটি চেক, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম কার্ড, বিভিন্ন চাকরি প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদসহ বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা হয়েছে।
প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

সরকারি বিভিন্ন দপ্তরের চাকরির নামে প্রার্থীদের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার বালিয়াকান্দি থেকে গতকাল রোববার দুপুরে উপজেলার সোনালী ব্যাংকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার আলী রেজা সুমন (৩৮) ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ৭ নম্বর ওয়ার্ডের নিশ্চিতপুর গ্রামের এবাদত হোসেন মোল্লার ছেলে।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল বালিয়াকান্দি উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে আলামতসহ সুমনকে হাতেনাতে আটক করা হয়। প্রতিটি সরকারি দপ্তরে চাকরির সার্কুলার এলে সরব হয়ে যায় চক্রটি। নেমে পড়ে প্রার্থী জোগাড়ে।
সম্প্রতি পুলিশের কনস্টেবল এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ঘিরে চক্রটি চাকরি হওয়ার পর টাকা দিতে বলে বিভিন্ন প্রার্থীর কাছ থেকে ১৪ লাখ টাকার চেক, স্ট্যাম্প ও শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জমা নেয়। পরে যাঁদের মেধা ও যোগ্যতায় চাকরি হয়েছে, তাঁদের প্রতিজনের কাছ থেকে হাতিয়ে নেয় ১৪ লাখ টাকা। আর যাঁদের চাকরি হয়নি তাঁদের চেক, স্ট্যাম্প ও সনদ দিয়ে শুরু করে নতুন প্রতারণা।
রাজবাড়ী ডিবির ওসি মনিরুজ্জামান খান আরও বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতারক চক্রটি এরকম প্রতারণা করে যাচ্ছিল। এ সময় প্রতারক চক্রের সদস্যের কাছ থেকে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক ও আল আরাফাহ ইসলামি ব্যাংকের বিভিন্ন শাখার ১৪ লাখ টাকার তিনটি চেক, প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম কার্ড, বিভিন্ন চাকরি প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদসহ বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা হয়েছে।
প্রতারক চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে