পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, বিয়ে করতে যাবেন হেলিকপ্টারে করে। সেই ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়েই বিয়ে করতে গেলেন প্রবাসী বর সাজিদ খান (২৭)। হেলিকপ্টারে করেই বউকে বাড়ি নিয়ে এলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা গ্রামে হেলিকপ্টারে চরে কনের বাড়ির পাশে একটি ইটভাটায় নামেন বর সাজিদ খান। এ সময় হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান এলাকাবাসী।
সেখান থেকে ফুল দিয়ে সাজানো একটি প্রাইভেট কারে কনের বাড়ি যান। এ ছাড়া সাতটি মাইক্রোবাসে শতাধিক বরযাত্রী যায় কনের বাড়ি।
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বারথাপুকুর চালা গ্রামের মৃত লোকমান খানের ছেলে প্রবাসী বর মো. সাজিদ খান। আর কনে মেঘনা খামারপাড়া গ্রামের নূরুল ইসলাম মেয়ে সুমাইয়া আক্তার সাইমা (১৮)।
এদিকে হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনাটি এলাকায় বড়-ছোট সবার মধ্যে উৎসাহ ছিল। এলাকাবাসী সপ্তাহ ধরে আজকের দিনটির অপেক্ষায় ছিলেন। গ্রামে এই প্রথম হেলিকপ্টার দেখে হেলিকপ্টারের সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেনি এলাকাবাসী।
বর সাজিদ খানের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত দূরত্ব ২৫-৩০ কিলোমিটার। শখ মেটাতে হেলিকপ্টারটি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করেছেন। প্রতি ঘণ্টার জন্য ব্যয় হয়েছে, প্রায় লক্ষাধিক টাকা।
এলাকাবাসী জানান, তাঁদের গ্রামে এই প্রথম হেলিকপ্টার নেমেছে। তা-ও আবার বিয়ে করতে এসেছেন বর। তাঁদের ছেলেমেয়েরা বিষয়টি শুনে আগে থেকেই আবদার করেছিল হেলিকপ্টার দেখতে যাবে। হেলিকপ্টার দেখে পাশাপাশি ছেলে-মেয়েরাও অনেক খুশি। বিষয়টা ভালোই লেগেছ।
বর মো. সাজিদ খান বলেন, ‘আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল হেলিকপ্টারের চড়ে বিয়ে করতে যাব। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি অনেক খুশি। আমাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া করবেন।’ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন শেষে নববধূকে সুমাইয়াকে নিয়ে হেলিকপ্টার যোগে বাড়ি ফেরেন তিনি।

ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, বিয়ে করতে যাবেন হেলিকপ্টারে করে। সেই ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়েই বিয়ে করতে গেলেন প্রবাসী বর সাজিদ খান (২৭)। হেলিকপ্টারে করেই বউকে বাড়ি নিয়ে এলেন।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা গ্রামে হেলিকপ্টারে চরে কনের বাড়ির পাশে একটি ইটভাটায় নামেন বর সাজিদ খান। এ সময় হেলিকপ্টারটি দেখতে ভিড় জমান এলাকাবাসী।
সেখান থেকে ফুল দিয়ে সাজানো একটি প্রাইভেট কারে কনের বাড়ি যান। এ ছাড়া সাতটি মাইক্রোবাসে শতাধিক বরযাত্রী যায় কনের বাড়ি।
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের বারথাপুকুর চালা গ্রামের মৃত লোকমান খানের ছেলে প্রবাসী বর মো. সাজিদ খান। আর কনে মেঘনা খামারপাড়া গ্রামের নূরুল ইসলাম মেয়ে সুমাইয়া আক্তার সাইমা (১৮)।
এদিকে হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনাটি এলাকায় বড়-ছোট সবার মধ্যে উৎসাহ ছিল। এলাকাবাসী সপ্তাহ ধরে আজকের দিনটির অপেক্ষায় ছিলেন। গ্রামে এই প্রথম হেলিকপ্টার দেখে হেলিকপ্টারের সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেনি এলাকাবাসী।
বর সাজিদ খানের বাড়ি থেকে কনের বাড়ি পর্যন্ত দূরত্ব ২৫-৩০ কিলোমিটার। শখ মেটাতে হেলিকপ্টারটি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করেছেন। প্রতি ঘণ্টার জন্য ব্যয় হয়েছে, প্রায় লক্ষাধিক টাকা।
এলাকাবাসী জানান, তাঁদের গ্রামে এই প্রথম হেলিকপ্টার নেমেছে। তা-ও আবার বিয়ে করতে এসেছেন বর। তাঁদের ছেলেমেয়েরা বিষয়টি শুনে আগে থেকেই আবদার করেছিল হেলিকপ্টার দেখতে যাবে। হেলিকপ্টার দেখে পাশাপাশি ছেলে-মেয়েরাও অনেক খুশি। বিষয়টা ভালোই লেগেছ।
বর মো. সাজিদ খান বলেন, ‘আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল হেলিকপ্টারের চড়ে বিয়ে করতে যাব। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি অনেক খুশি। আমাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া করবেন।’ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন শেষে নববধূকে সুমাইয়াকে নিয়ে হেলিকপ্টার যোগে বাড়ি ফেরেন তিনি।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা অনুষ্ঠিত না হওয়ায় টিকিটধারী দর্শকেরা রাজধানীর পল্লবীতে সড়ক অবরোধ করেছেন।
৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১৩ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৮ মিনিট আগে