Ajker Patrika

পদ্মার ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদীতে পড়ে যাওয়া তিন যাত্রীকে উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
পদ্মার ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদীতে পড়ে যাওয়া তিন যাত্রীকে উদ্ধার
ডুবোচরে লঞ্চের ধাক্কা লেগে নদীতে পড়ে যাওয়া এক যাত্রীকে উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চ পদ্মা নদীর ডুবোচরে ধাক্কা খেয়েছে। এ ঘটনায় লঞ্চের তিন যাত্রী নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। আজ শুক্রবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটের অদূরে লঞ্চ এমভি ব্ল্যাকবার্ডে এ ঘটনা ঘটে। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা এ কথা নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া যাত্রীরা হলেন যশোর জেলার পাটবাড়িয়া গ্রামের নবিজউদ্দিন মোল্লার ছেলে আশরাফুল আলম (৪০), রাজবাড়ীর পাংশা উপজেলার মাজপাড়া গ্রামের ইসমাইল মণ্ডলের ছেলে নাজিম উদ্দিন (৪০) এবং ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সাজেদুল ইসলাম।

স্থানীয় ও লঞ্চের যাত্রীদের বরাতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রীবোঝাই করে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে লঞ্চ এমভি ব্ল্যাকবার্ড। দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পৌঁছালে ডুবোচরের সঙ্গে ধাক্কা খায় লঞ্চটি। সে সময় তিনজন যাত্রী লঞ্চ থেকে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ও ফায়ার সার্ভিস নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করে পাড়ে নিয়ে আসে।

ওসি ত্রিনাথ সাহা বলেন, এ ঘটনায় কোনো যাত্রী নিখোঁজ নেই। আহতরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও জানান, লঞ্চটি দুর্ঘটনার পর পাড়ে ভিড়লে যাত্রীরা উত্তেজিত হয়ে লঞ্চচালকের ওপরে চড়াও হয়। সেই সঙ্গে লঞ্চের গ্লাস ভেঙে ফেলে। পরে নৌ পুলিশ পরিস্থিতি শান্ত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত