রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে রিফাত নামের এক শিশুকে অপহরণ ও হত্যা মামলায় মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের উপস্থিততে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) সাইফুল হক। তিনি বলেন, ‘হত্যা মামলার রায়ে দুজনের ফাঁসির রায় হওয়ার পর তাঁরা উচ্চ আদালতে আপিল করেন। মামলাটি বিচারাধীন। অপহরণ ও মুক্তিপণ মামলায় তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট।’
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার রক্তিম ও রাসেল এবং মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার রনি।
নিহত শিশু রিফাত রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মোক্তার আলীর ছেলে। রাজবাড়ী কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।
আদালত থেকে জানা গেছে, ২০১৩ সালের ৬ নভেম্বর দণ্ডপ্রাপ্তরা রিফাতকে সাইকেলের প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। পরে রিফাতের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মুক্তিপণ না পেয়ে রিফাতকে হত্যা করেন তাঁরা।
হত্যাকাণ্ডের ৯ দিন পর রাজবাড়ী সদর থানার পুলিশ সজ্জনকান্দা টিঅ্যান্ডটি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে রিফাতের লাশ উদ্ধার করে। হত্যা ও অপহরণের ঘটনায় নিহত শিশুর বাবা মোক্তার আলী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পৃথক দুটি মামলা করেন বলে আদালত থেকে জানা গেছে।
২০১৬ সালের ১৮ মে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে রঞ্জন ও রাসেলকে মৃত্যুদণ্ড এবং রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার অপহরণ ও মুক্তিপণ মামলায় অভিযুক্ত তিনজনকেই মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার রায় দেওয়া হয়।

রাজবাড়ীতে রিফাত নামের এক শিশুকে অপহরণ ও হত্যা মামলায় মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের উপস্থিততে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) সাইফুল হক। তিনি বলেন, ‘হত্যা মামলার রায়ে দুজনের ফাঁসির রায় হওয়ার পর তাঁরা উচ্চ আদালতে আপিল করেন। মামলাটি বিচারাধীন। অপহরণ ও মুক্তিপণ মামলায় তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট।’
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার রক্তিম ও রাসেল এবং মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার রনি।
নিহত শিশু রিফাত রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মোক্তার আলীর ছেলে। রাজবাড়ী কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।
আদালত থেকে জানা গেছে, ২০১৩ সালের ৬ নভেম্বর দণ্ডপ্রাপ্তরা রিফাতকে সাইকেলের প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। পরে রিফাতের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মুক্তিপণ না পেয়ে রিফাতকে হত্যা করেন তাঁরা।
হত্যাকাণ্ডের ৯ দিন পর রাজবাড়ী সদর থানার পুলিশ সজ্জনকান্দা টিঅ্যান্ডটি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে রিফাতের লাশ উদ্ধার করে। হত্যা ও অপহরণের ঘটনায় নিহত শিশুর বাবা মোক্তার আলী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পৃথক দুটি মামলা করেন বলে আদালত থেকে জানা গেছে।
২০১৬ সালের ১৮ মে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে রঞ্জন ও রাসেলকে মৃত্যুদণ্ড এবং রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার অপহরণ ও মুক্তিপণ মামলায় অভিযুক্ত তিনজনকেই মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার রায় দেওয়া হয়।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
১১ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
১৬ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৪০ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে