গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জামতলা এলাকায় মহাসড়কের অর্ধেক দখল করে রাখা হয়েছে বড় বড় গাছের গুঁড়ি। ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অপরদিকে গাছের গুঁড়ি রাখার কারণে বাধাগ্রস্ত হচ্ছে মহাসড়ক বর্ধিতকরণের কাজ। এ নিয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এর আগে গত ৩১ মে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কেটে রাখা গাছের চাপায় নবু ওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী চুমকি আক্তারের (১২) মৃত্যু হয়। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রমজান মাতুব্বার পাড়া গ্রামের খোকন শেখের মেয়ে।
আজ সোমবার সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌর ভবনের সামনে থেকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে পর্যন্ত মহাসড়কের প্রায় অর্ধেক দখল করে রাখা হয়েছে বিশাল আকৃতির গাছের গুঁড়িগুলো। প্রায় এক মাস ধরে ফেলে রাখা হয়েছে এই গাছের গুঁড়িগুলো। দেখে মনে হতে পারে কোনো স মিলে কাঠ চিরাই করার জন্য রাখা হয়েছে এই গাছের গুঁড়িগুলো।
এ ছাড়াও মাঝেমধ্যে মহাসড়কের ওপর আস্ত গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। মহাসড়কের ওপর আস্ত গাছ ফেলার কারণে ২০ মিনিট থেকে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়ছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার গাড়ি।
জামতলা এলাকার ইজিবাইকের চালক আরিফ দেওয়ান জানান, দিনের থেকে রাতে এই রোড দিয়ে চলাচল করা বিপজ্জনক। কারণ, রোডের ওপর যেভাবে গাছ রাখা তাতে দূর থেকে দেখে বোঝার উপায় নেই। এক সঙ্গে দুটি গাড়ি পাশাপাশি যেতে গেলে সমস্যার সৃষ্টি হয়। অথচ যে রোড আছে গাছ না থাকলে একসঙ্গে তিনটি গাড়ি গেলেও সমস্যা হবে না। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই গাছগুলো অপসারণ করা উচিত বলে জানান তিনি।
রাজবাড়ী জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুজ্জামান বলেন, ‘গাছগুলো কেটে কোথায় রাখবে, ঘাড়ে করে তো আর নিতে পারে না।’
গাছ কেটে মহাসড়কে রাখার কোনো নির্দেশনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাছ কেটে মহাসড়কের ওপর রাখার ওপর কোনো নির্দেশনা নাই। তবে গাছ কেটে ফেলার পর তা দ্রুত অপসারণ করে মহাসড়ক পরিষ্কার করে দিতে হবে।’
প্রায় এক মাস ধরে মহাসড়কের ওপর গাছের গুঁড়ি রাখা কেন? এর জবাবে তিনি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে বলা হয়েছে মহাসড়ক পরিষ্কার রাখতে। এরপরও যদি না করে থাকে তাহলে আবার বলা হবে মহাসড়ক থেকে গাছ অপসারণ করতে। না করলে পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মহাসড়কের ওপর কোনো প্রকার গাছ রাখার সুযোগ নেই। সাময়িক গাছ কাটার স্বার্থে মহাসড়কের ওপর গাছ পড়লেও তা দ্রুত অপসারণ করে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। এর আগেও ঠিকাদার প্রতিষ্ঠানকে মহাসড়ক থেকে গাছ অপসারণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ আবার গিয়ে দেখা হবে, যদি গাছ অপসারণ না করে থাকেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ নিয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন মহাসড়ক পরিষ্কার রাখতে। সেই সঙ্গে মহাসড়কে যাতে গাছের গুঁড়ি না রাখা হয় বন বিভাগকেও নির্দেশনা প্রদান করেছেন।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জামতলা এলাকায় মহাসড়কের অর্ধেক দখল করে রাখা হয়েছে বড় বড় গাছের গুঁড়ি। ফলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অপরদিকে গাছের গুঁড়ি রাখার কারণে বাধাগ্রস্ত হচ্ছে মহাসড়ক বর্ধিতকরণের কাজ। এ নিয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এর আগে গত ৩১ মে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কেটে রাখা গাছের চাপায় নবু ওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী চুমকি আক্তারের (১২) মৃত্যু হয়। সে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রমজান মাতুব্বার পাড়া গ্রামের খোকন শেখের মেয়ে।
আজ সোমবার সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌর ভবনের সামনে থেকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে পর্যন্ত মহাসড়কের প্রায় অর্ধেক দখল করে রাখা হয়েছে বিশাল আকৃতির গাছের গুঁড়িগুলো। প্রায় এক মাস ধরে ফেলে রাখা হয়েছে এই গাছের গুঁড়িগুলো। দেখে মনে হতে পারে কোনো স মিলে কাঠ চিরাই করার জন্য রাখা হয়েছে এই গাছের গুঁড়িগুলো।
এ ছাড়াও মাঝেমধ্যে মহাসড়কের ওপর আস্ত গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। মহাসড়কের ওপর আস্ত গাছ ফেলার কারণে ২০ মিনিট থেকে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়ছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার গাড়ি।
জামতলা এলাকার ইজিবাইকের চালক আরিফ দেওয়ান জানান, দিনের থেকে রাতে এই রোড দিয়ে চলাচল করা বিপজ্জনক। কারণ, রোডের ওপর যেভাবে গাছ রাখা তাতে দূর থেকে দেখে বোঝার উপায় নেই। এক সঙ্গে দুটি গাড়ি পাশাপাশি যেতে গেলে সমস্যার সৃষ্টি হয়। অথচ যে রোড আছে গাছ না থাকলে একসঙ্গে তিনটি গাড়ি গেলেও সমস্যা হবে না। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই গাছগুলো অপসারণ করা উচিত বলে জানান তিনি।
রাজবাড়ী জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুজ্জামান বলেন, ‘গাছগুলো কেটে কোথায় রাখবে, ঘাড়ে করে তো আর নিতে পারে না।’
গাছ কেটে মহাসড়কে রাখার কোনো নির্দেশনা আছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গাছ কেটে মহাসড়কের ওপর রাখার ওপর কোনো নির্দেশনা নাই। তবে গাছ কেটে ফেলার পর তা দ্রুত অপসারণ করে মহাসড়ক পরিষ্কার করে দিতে হবে।’
প্রায় এক মাস ধরে মহাসড়কের ওপর গাছের গুঁড়ি রাখা কেন? এর জবাবে তিনি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে বলা হয়েছে মহাসড়ক পরিষ্কার রাখতে। এরপরও যদি না করে থাকে তাহলে আবার বলা হবে মহাসড়ক থেকে গাছ অপসারণ করতে। না করলে পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, মহাসড়কের ওপর কোনো প্রকার গাছ রাখার সুযোগ নেই। সাময়িক গাছ কাটার স্বার্থে মহাসড়কের ওপর গাছ পড়লেও তা দ্রুত অপসারণ করে যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। এর আগেও ঠিকাদার প্রতিষ্ঠানকে মহাসড়ক থেকে গাছ অপসারণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ আবার গিয়ে দেখা হবে, যদি গাছ অপসারণ না করে থাকেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ নিয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, এ ব্যাপারে জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন মহাসড়ক পরিষ্কার রাখতে। সেই সঙ্গে মহাসড়কে যাতে গাছের গুঁড়ি না রাখা হয় বন বিভাগকেও নির্দেশনা প্রদান করেছেন।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১৯ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪১ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে