রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় ৭ কেজি ৩০০ গ্রাম সোনাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক থেকে এই সোনা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বনগ্রামের নাহিদুল ইসলাম (২০), বাবুপাড়া ইউনিয়নের সাত্তার শেখ (৩৩) ও কুষ্টিয়ার খোকসা উপজেলার জহুরুল ইসলাম (৩৫)।
সোনাসহ তিনজন আটকের বিষয়টি আজ দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে পাংশা থানার পুলিশ নিয়মিত টহল শেষে ফেরার পথে চাঁদপুর এলাকায় একটি মোটরসাইকেলের তিন অরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁদের রোধ করে। এ সময় মোটরসাইকেলের আরোহীরা পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে তাঁদের আটকের পর জিজ্ঞাসাবাদে জানান, তিনটি সোনার বার তাঁরা ফেলে দিয়েছেন। তাঁদের তথ্য মতে সোনার বার তিনটি উদ্ধার করে পুলিশ। এরপর আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর নাহিদুল নামের একজনের জুতার নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো আরও সাতটি সোনার বার উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, উদ্ধার করা সোনার বারগুলো পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান প্রমুখ।

রাজবাড়ীর পাংশায় ৭ কেজি ৩০০ গ্রাম সোনাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক থেকে এই সোনা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বনগ্রামের নাহিদুল ইসলাম (২০), বাবুপাড়া ইউনিয়নের সাত্তার শেখ (৩৩) ও কুষ্টিয়ার খোকসা উপজেলার জহুরুল ইসলাম (৩৫)।
সোনাসহ তিনজন আটকের বিষয়টি আজ দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে পাংশা থানার পুলিশ নিয়মিত টহল শেষে ফেরার পথে চাঁদপুর এলাকায় একটি মোটরসাইকেলের তিন অরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁদের রোধ করে। এ সময় মোটরসাইকেলের আরোহীরা পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে তাঁদের আটকের পর জিজ্ঞাসাবাদে জানান, তিনটি সোনার বার তাঁরা ফেলে দিয়েছেন। তাঁদের তথ্য মতে সোনার বার তিনটি উদ্ধার করে পুলিশ। এরপর আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর নাহিদুল নামের একজনের জুতার নিচ থেকে পলিথিন দিয়ে মোড়ানো আরও সাতটি সোনার বার উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, উদ্ধার করা সোনার বারগুলো পাচারের উদ্দেশ্যে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান প্রমুখ।

কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ছাত্রদল নেতা ইয়াছির আরাফাত ছোটনের মা রেহেনা আক্তারকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
ভালুকায় মহাসড়কের পাশে কাগজের কার্টন থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগে
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে