পিরোজপুর প্রতিনিধি

ছাত্র–জনতার আন্দোলনে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তবে ক্ষমতায় থাকাকালীন যারা হত্যা, খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের শাস্তি এবং যারা অন্যায় করে নাই, তাদের বিরুদ্ধে বিএনপির কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।
আজ রোববার পিরোজপুর শহরের টাউন ক্লাবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আগামী সংসদ নির্বাচন সম্পর্কে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে। তাতে বিএনপির কিছু আসে–যায় না। তবে আওয়ামী লীগ সরকারে থাকাকালীন অনেক অন্যায় করেছে। এর সঙ্গে যারা জড়িত আমরা তাদের বিচার চাই।’
দলের নেতা–কর্মীদের সংগঠনবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সারা দেশে বিএনপির ১ হাজার ২০০ নেতা–কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে।’
তিনি মনে করেন, এর যতটা বিএনপির লোকজন করছে, তার থেকে অন্য লোকেরা বেশি করেছে। এমনকি ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকে এ রকম কাজ করে বিএনপির নেতা–কর্মীদের ওপর চাপিয়ে দিতে চেষ্টা করে।
তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা অত্যন্ত সচেষ্ট। তাঁরা যেকোনো মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নাকি আলাদাভাবে অংশ নেবেন—এমন প্রশ্নের জবাবে নির্দিষ্ট করে কিছু বলেননি বিএনপির প্রভাবশালী এ নেতা। তবে নির্বাচনের তারিখ ঘোষণার পর বিএনপি জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
জামায়াত ইসলামীর সঙ্গে বৈরী সম্পর্কের বিষয়ে মিন্টু বলেন, ‘আমাদের সঙ্গে আওয়ামী লীগ কিংবা জামায়াতের কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। যে যার দলীয় মতাদর্শে পরিচালিত। তবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দলকে সুসংগঠিত করছে।’ সেই লক্ষ্যে দলটি সর্বত্র সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দলের বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু। সঞ্চালনা করেন সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

ছাত্র–জনতার আন্দোলনে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। তবে ক্ষমতায় থাকাকালীন যারা হত্যা, খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের শাস্তি এবং যারা অন্যায় করে নাই, তাদের বিরুদ্ধে বিএনপির কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।
আজ রোববার পিরোজপুর শহরের টাউন ক্লাবে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আগামী সংসদ নির্বাচন সম্পর্কে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে। তাতে বিএনপির কিছু আসে–যায় না। তবে আওয়ামী লীগ সরকারে থাকাকালীন অনেক অন্যায় করেছে। এর সঙ্গে যারা জড়িত আমরা তাদের বিচার চাই।’
দলের নেতা–কর্মীদের সংগঠনবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে তিনি বলেন, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সারা দেশে বিএনপির ১ হাজার ২০০ নেতা–কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে।’
তিনি মনে করেন, এর যতটা বিএনপির লোকজন করছে, তার থেকে অন্য লোকেরা বেশি করেছে। এমনকি ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকে এ রকম কাজ করে বিএনপির নেতা–কর্মীদের ওপর চাপিয়ে দিতে চেষ্টা করে।
তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা অত্যন্ত সচেষ্ট। তাঁরা যেকোনো মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নাকি আলাদাভাবে অংশ নেবেন—এমন প্রশ্নের জবাবে নির্দিষ্ট করে কিছু বলেননি বিএনপির প্রভাবশালী এ নেতা। তবে নির্বাচনের তারিখ ঘোষণার পর বিএনপি জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
জামায়াত ইসলামীর সঙ্গে বৈরী সম্পর্কের বিষয়ে মিন্টু বলেন, ‘আমাদের সঙ্গে আওয়ামী লীগ কিংবা জামায়াতের কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। যে যার দলীয় মতাদর্শে পরিচালিত। তবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দলকে সুসংগঠিত করছে।’ সেই লক্ষ্যে দলটি সর্বত্র সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দলের বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু। সঞ্চালনা করেন সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
২ ঘণ্টা আগে