পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদর উপজেলার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে জান্নাতি আক্তার (৩) পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফ শেখের মেয়ে (৩) ও তাইফা আক্তার (৩) একই এলাকার মো. খালেক শেখের মেয়ে।
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ওমর ফারুক জানান, সকালে সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফ ও খালেক শেখের দুই মেয়ে জান্নাতি ও তাইফা ঘর দিয়ে বেরিয়ে খেলতে বের হয়। সকাল ১০টা থেকে তাদের খোঁজ করা শুরু হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১১টার দিকে আশ্রয়ণের পুকুরে পানিতে তাদের ভাসতে দেখা যায়। পরে ডুবে থাকা অবস্থায় তাদের উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রঞ্জন জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি বলেন, ‘জান্নাতি ও তাইফা নামের দুই শিশু সকালে খেলতে বের হয়ে পুকুরে ডুবে মারা যায়। তাদের দুজনের বাবাই দিনমজুর। খবর পেয়েই আমরা তাদের বাড়িতে আসি এবং তাদের দাফন কাফনের দায়িত্ব নিয়েছি।’

পিরোজপুর সদর উপজেলার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে জান্নাতি আক্তার (৩) পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফ শেখের মেয়ে (৩) ও তাইফা আক্তার (৩) একই এলাকার মো. খালেক শেখের মেয়ে।
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. ওমর ফারুক জানান, সকালে সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফ ও খালেক শেখের দুই মেয়ে জান্নাতি ও তাইফা ঘর দিয়ে বেরিয়ে খেলতে বের হয়। সকাল ১০টা থেকে তাদের খোঁজ করা শুরু হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১১টার দিকে আশ্রয়ণের পুকুরে পানিতে তাদের ভাসতে দেখা যায়। পরে ডুবে থাকা অবস্থায় তাদের উদ্ধার করে পিরোজপুর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রঞ্জন জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি বলেন, ‘জান্নাতি ও তাইফা নামের দুই শিশু সকালে খেলতে বের হয়ে পুকুরে ডুবে মারা যায়। তাদের দুজনের বাবাই দিনমজুর। খবর পেয়েই আমরা তাদের বাড়িতে আসি এবং তাদের দাফন কাফনের দায়িত্ব নিয়েছি।’

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল ইসলাম পেশায় ছোট চা-দোকানি। তিনি গ্রামের পাশের কালারচর বাজারে ব্যবসা করেন। বুধবার রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে তিনি দোকানে ছিলেন। এ সময় বাড়িতে শহিদা বেগম ও তাঁর চার বছর বয়সী ছোট মেয়ে ছিল। শহিদা রাতের রান্নার চাল ধুতে নলকূপের...
১৮ মিনিট আগে
জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
৩২ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
১ ঘণ্টা আগে