পিরোজপুর প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার বাসা থেকে চুরি যাওয়া ব্যক্তিগত ল্যাপটপ আট মাস পর উদ্ধার করেছে পিরোজপুর থানা-পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন এ তথ্য জানান।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাধাল বাজার থেকে তাঁদের আটক করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের রাজারহাটের সাবেক চেয়ারম্যান সোবহান খানের ছোট ছেলে আশিক খান হৃদয় (২৭), বাগেরহাট জেলার বাধাল বাজারের পরিতোষ কুমার দাসের ছেলে বিপ্লব কুমার দাস এবং বাগেরহাটের কচুয়া থানার মৃত মনসুর মোল্লার ছেলে নয়ন মোল্লা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন সংসাব সম্মেলনে জানান, পিরোজপুরে কলেজ রোডের খুমুরিয়া এলাকার প্রয়াত আওয়ামী লীগ (ন্যাপ) নেতা অ্যাডভোকেট আলী হায়দার খানের ছোট মেয়ে ও প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বড় বোনের মেয়ে ড. ঈশিতা হায়দারের ব্যক্তিগত অ্যাপেল ব্রান্ডের ল্যাপটপটি গত বছরের ১৩ আগস্ট চুরি হয়। ঈশিতা হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা।
ওই ল্যাপটপে তাঁর শিক্ষা জীবনের বিভিন্ন থিসিস পেপার ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সংরক্ষিত ছিল। তিনি দিশেহারা হয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১৭ আগস্ট পিরোজপুর সদর থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেন। পাশের বাগেরহাট জেলার বাধাল বাজার থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়। ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, হৃদয় ল্যাপটপটি চুরি করে মাত্র ১০ হাজার টাকায় নয়নের কাছে বিক্রি করে। নয়ন বিপ্লব কুমারের কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করেছে মর্মে পুলিশের কাছে জানায়। চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার বাসা থেকে চুরি যাওয়া ব্যক্তিগত ল্যাপটপ আট মাস পর উদ্ধার করেছে পিরোজপুর থানা-পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার পিরোজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশনস) মো. মুকিত হাসান খাঁন এ তথ্য জানান।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাধাল বাজার থেকে তাঁদের আটক করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুরের রাজারহাটের সাবেক চেয়ারম্যান সোবহান খানের ছোট ছেলে আশিক খান হৃদয় (২৭), বাগেরহাট জেলার বাধাল বাজারের পরিতোষ কুমার দাসের ছেলে বিপ্লব কুমার দাস এবং বাগেরহাটের কচুয়া থানার মৃত মনসুর মোল্লার ছেলে নয়ন মোল্লা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন সংসাব সম্মেলনে জানান, পিরোজপুরে কলেজ রোডের খুমুরিয়া এলাকার প্রয়াত আওয়ামী লীগ (ন্যাপ) নেতা অ্যাডভোকেট আলী হায়দার খানের ছোট মেয়ে ও প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বড় বোনের মেয়ে ড. ঈশিতা হায়দারের ব্যক্তিগত অ্যাপেল ব্রান্ডের ল্যাপটপটি গত বছরের ১৩ আগস্ট চুরি হয়। ঈশিতা হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা।
ওই ল্যাপটপে তাঁর শিক্ষা জীবনের বিভিন্ন থিসিস পেপার ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সংরক্ষিত ছিল। তিনি দিশেহারা হয়ে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১৭ আগস্ট পিরোজপুর সদর থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা দায়ের করেন। পাশের বাগেরহাট জেলার বাধাল বাজার থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়। ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, হৃদয় ল্যাপটপটি চুরি করে মাত্র ১০ হাজার টাকায় নয়নের কাছে বিক্রি করে। নয়ন বিপ্লব কুমারের কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করেছে মর্মে পুলিশের কাছে জানায়। চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
৪ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২৭ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
৩০ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
৩৬ মিনিট আগে