নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে থানার ভারপ্রপ্ত কর্মকর্তার (ওসি) নাম করে বিধান মৃধা নামের এক দোকানির কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. মনির হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। মনির হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের বাসিন্দা। ওই ভুক্তভোগী একই ইউনিয়নের জুলুহার গ্রামের বাসিন্দা।
ওসিকে টাকা দেওয়ার কথা বলে দোকানি বিধান মৃধার কাছ থেকে মনির হোসেনের ঘুষ নেওয়ার একটি অডিও কলরেকর্ড আজকের পত্রিকার হাতে এসেছে। ওই ভুক্তভোগী বিধান মৃধা মোবাইল ফোনেও সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন।
অভিযোগে বিধান মৃধা বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে একটি বিষয় নিয়ে আমার বিরোধ চলতেছিল। বিষয়টি নিয়ে ভাই নেছারাবাদ থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানা থেকে আমাকে ডাকা হয়েছিল। পরে থানা–পুলিশের হস্তক্ষেপ এড়াতে সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেনের কাছে গিয়েছিলাম। তিনি আমার সমস্যার কথা শুনে থানার ওসির নামে দশ হাজার টাকা দাবি করেন। আমি ঝামেলা এড়াতে তাঁকে দশ হাজার টাকা দেই। তবে তাঁকে টাকা দিয়েও আমার কোনো লাভ হয়নি। আমার মনে হয়, ওসি ওই টাকার ব্যাপারে কিছু জানেন না।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেনকে একাধিকবার ফোন দিলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন বলেন, ‘বিষয়টি অবশ্যই গুরুত্বসহকারে দেখা হবে। তা ছাড়া বিধান মৃধার ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে। ইচ্ছে করে তার ছেলে গুজব ছড়াতে পারে।’

পিরোজপুরের নেছারাবাদে থানার ভারপ্রপ্ত কর্মকর্তার (ওসি) নাম করে বিধান মৃধা নামের এক দোকানির কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. মনির হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। মনির হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের বাসিন্দা। ওই ভুক্তভোগী একই ইউনিয়নের জুলুহার গ্রামের বাসিন্দা।
ওসিকে টাকা দেওয়ার কথা বলে দোকানি বিধান মৃধার কাছ থেকে মনির হোসেনের ঘুষ নেওয়ার একটি অডিও কলরেকর্ড আজকের পত্রিকার হাতে এসেছে। ওই ভুক্তভোগী বিধান মৃধা মোবাইল ফোনেও সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন।
অভিযোগে বিধান মৃধা বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে একটি বিষয় নিয়ে আমার বিরোধ চলতেছিল। বিষয়টি নিয়ে ভাই নেছারাবাদ থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে থানা থেকে আমাকে ডাকা হয়েছিল। পরে থানা–পুলিশের হস্তক্ষেপ এড়াতে সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেনের কাছে গিয়েছিলাম। তিনি আমার সমস্যার কথা শুনে থানার ওসির নামে দশ হাজার টাকা দাবি করেন। আমি ঝামেলা এড়াতে তাঁকে দশ হাজার টাকা দেই। তবে তাঁকে টাকা দিয়েও আমার কোনো লাভ হয়নি। আমার মনে হয়, ওসি ওই টাকার ব্যাপারে কিছু জানেন না।’
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেনকে একাধিকবার ফোন দিলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন বলেন, ‘বিষয়টি অবশ্যই গুরুত্বসহকারে দেখা হবে। তা ছাড়া বিধান মৃধার ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে। ইচ্ছে করে তার ছেলে গুজব ছড়াতে পারে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে