Ajker Patrika

নেছারাবাদে ১৮ মামলার পলাতক আসামি রুবেল গ্রেপ্তার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 
নেছারাবাদে ১৮ মামলার পলাতক আসামি রুবেল গ্রেপ্তার
গ্রেপ্তার মো. রুবেল হোসেন। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন থানায় হত্যা, ছিনতাইসহ ১৮টি মামলার পলাতক আসামি মো. রুবেল হোসেন (৩৫) গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল র‍্যাব-৮-এর সহায়তায় পিরোজপুরের নেছারাবাদ থানার পুলিশ তাঁকে বরিশাল শহর থেকে আটক করে।

গ্রেপ্তার রুবেল নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মো. শওকত হোসেনের ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা হত্যা, ছিনতাই ও ডাকাতিসহ মোট ১৮টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় অনিয়মিতভাবে যাতায়াত করতেন। গোপনে এসে কিছুদিন থাকলেও লোকচক্ষুর অন্তরালে আবার সরে পড়তেন। এলাকাবাসীর একাংশ তার পরিবারকে ‘ডাকাত পরিবার’ হিসেবেও চিহ্নিত করে থাকে।

এ বিষয়ে সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের সদস্য মো. নাঈম হোসেন চান বলেন, ‘রুবেলের বোন এলাকায় পরিচিত। তবে তাঁদের পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বাইরে থেকেও শুনেছি, অনেকেই তাঁদের ডাকাত পরিবার হিসেবে চেনে। সুষ্ঠু তদন্ত হলে আরও তথ্য উঠে আসবে।’

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন বলেন, ‘রুবেল একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। শুক্রবার রাতে বরিশাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরের মধ্যে তাঁকে আদালতে হাজির করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত