কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

কাউখালীর একটি মসজিদে তাবলিগ জামাতের ১৫ মুসল্লিকে অচেতন করে টাকা চুরির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ভোরে ওই মুসল্লিদের কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজন গুরুতর অসুস্থ হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অসুস্থ মুসল্লিরা হলেন– নীলফামারী জেলার বড়ইবাড়ি গ্রামের আব্দুল আজিজের ছেলে মোস্তকিম (১৮), নেত্রকোনা জেলার তেলিগাতি গ্রামের আলী আকবরের ছেলে মিজানুর রহমান (৫০), একই জেলার বড়ইখালি গ্রামের কিতাব আলীর ছেলে হামিদ উদ্দিন (৫৫), নওগাঁ জেলার বাকরাইন গ্রামের সাবের উদ্দিনের ছেলে ইদুকুল ইসলাম, একই জেলার সাকড়াইল গ্রামের আব্দুল জব্বারের ছেলে ইয়াসিন আলী (৫২), নওগাঁ জেলার ভান্ডারপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল সত্তার (৪০), একই জেলার নাবিলা নোনাহারপুর গ্রামের মোস্তাকিম (৫৯), একই জেলার রসুলপুর গ্রামের বসির শেখের ছেলে আব্দুস সামাদ (৭১), সুনামগঞ্জ জেলার মোহনপুর গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে শফিউল্লা (৬২), একই জেলার কালিপুর গ্রামের নওয়াব আলীর ছেলে জাফর আলী (৬০), কক্সবাজার জেলার এনায়েতুল্লার ছেলে সফিউল্লাহ (৭০) একই জেলার রাইটহাট গ্রামের ফেরদৌরে ছেলে আলী আকবর (৫৯), সুনামগঞ্জ জেলার ধরনিয়া গ্রামের মকবুল আলীর ছেলে আব্দুল হান্নান (৬০), নোয়াখালী জেলার কাশীমপুর গ্রামের আরশতিমের ছেলে তাবারকউল্লাহ (৬৩), কক্সবাজার জেলার নয়াপাড়া গ্রামের হাসেমউল্লার ছেলে হারুনুর রশিদ। এদের মধ্যে সুনামগঞ্জ জেলার আব্দুল হান্নান এবং নোয়াখালী জেলার কাসিমপুর গ্রামের তাবারকউল্লাহকে গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তাবলিগে জামাতে আসা ১৬ সদস্যের একটি দল এক চিল্লার (৪১ দিনে এক চিল্লা) অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার উপজেলার গাড়তা মসজিদে অবস্থান নেয়। ওই দিন রাতে নামাজ ও যাবতীয় কার্যক্রম শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তাঁরা। এরপর ভোররাতে ফজরের নামাজের সময় হলে কেউ ঘুম থেকে না ওঠায় বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে স্থানীয়রা এসে অচেতন ওই জামাতের ১৫ জনকে কাউখালী হাসপাতালে ভর্তি করেন।
তাবলিগ জামাতের সদস্য জয়পুরহাটের আক্কেলপুর গ্রামের মোজাহার হোসেন বলেন, সন্ধ্যার পরপরই এক অচেনা লোক এসে আমাদের বাড়ি ঘর জিজ্ঞাসা করে এবং রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে বলে চলে যায়। একজন মুসল্লির পকেট থেকে কিছু টাকা ও একটি মোবাইল নিয়েছে। বাকিরা সুস্থ না হলে কিছু বলা যাবে না।
এ বিষয়ে কাউখালি থানার ওসি মো. বনি আমিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। চুরির উদ্দেশে নাকি নাশকতার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে তা বলা যাচ্ছে না।
এ বিষয়ে কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা সকাল থেকে হাসপাতালে উপস্থিত হয়ে মুসল্লিদের খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

কাউখালীর একটি মসজিদে তাবলিগ জামাতের ১৫ মুসল্লিকে অচেতন করে টাকা চুরির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ভোরে ওই মুসল্লিদের কাউখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজন গুরুতর অসুস্থ হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অসুস্থ মুসল্লিরা হলেন– নীলফামারী জেলার বড়ইবাড়ি গ্রামের আব্দুল আজিজের ছেলে মোস্তকিম (১৮), নেত্রকোনা জেলার তেলিগাতি গ্রামের আলী আকবরের ছেলে মিজানুর রহমান (৫০), একই জেলার বড়ইখালি গ্রামের কিতাব আলীর ছেলে হামিদ উদ্দিন (৫৫), নওগাঁ জেলার বাকরাইন গ্রামের সাবের উদ্দিনের ছেলে ইদুকুল ইসলাম, একই জেলার সাকড়াইল গ্রামের আব্দুল জব্বারের ছেলে ইয়াসিন আলী (৫২), নওগাঁ জেলার ভান্ডারপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল সত্তার (৪০), একই জেলার নাবিলা নোনাহারপুর গ্রামের মোস্তাকিম (৫৯), একই জেলার রসুলপুর গ্রামের বসির শেখের ছেলে আব্দুস সামাদ (৭১), সুনামগঞ্জ জেলার মোহনপুর গ্রামের আব্দুল শুক্কুরের ছেলে শফিউল্লা (৬২), একই জেলার কালিপুর গ্রামের নওয়াব আলীর ছেলে জাফর আলী (৬০), কক্সবাজার জেলার এনায়েতুল্লার ছেলে সফিউল্লাহ (৭০) একই জেলার রাইটহাট গ্রামের ফেরদৌরে ছেলে আলী আকবর (৫৯), সুনামগঞ্জ জেলার ধরনিয়া গ্রামের মকবুল আলীর ছেলে আব্দুল হান্নান (৬০), নোয়াখালী জেলার কাশীমপুর গ্রামের আরশতিমের ছেলে তাবারকউল্লাহ (৬৩), কক্সবাজার জেলার নয়াপাড়া গ্রামের হাসেমউল্লার ছেলে হারুনুর রশিদ। এদের মধ্যে সুনামগঞ্জ জেলার আব্দুল হান্নান এবং নোয়াখালী জেলার কাসিমপুর গ্রামের তাবারকউল্লাহকে গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তাবলিগে জামাতে আসা ১৬ সদস্যের একটি দল এক চিল্লার (৪১ দিনে এক চিল্লা) অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার উপজেলার গাড়তা মসজিদে অবস্থান নেয়। ওই দিন রাতে নামাজ ও যাবতীয় কার্যক্রম শেষ করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তাঁরা। এরপর ভোররাতে ফজরের নামাজের সময় হলে কেউ ঘুম থেকে না ওঠায় বিষয়টি স্থানীয়দের জানানো হয়। পরে স্থানীয়রা এসে অচেতন ওই জামাতের ১৫ জনকে কাউখালী হাসপাতালে ভর্তি করেন।
তাবলিগ জামাতের সদস্য জয়পুরহাটের আক্কেলপুর গ্রামের মোজাহার হোসেন বলেন, সন্ধ্যার পরপরই এক অচেনা লোক এসে আমাদের বাড়ি ঘর জিজ্ঞাসা করে এবং রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে বলে চলে যায়। একজন মুসল্লির পকেট থেকে কিছু টাকা ও একটি মোবাইল নিয়েছে। বাকিরা সুস্থ না হলে কিছু বলা যাবে না।
এ বিষয়ে কাউখালি থানার ওসি মো. বনি আমিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। চুরির উদ্দেশে নাকি নাশকতার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে তা বলা যাচ্ছে না।
এ বিষয়ে কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা সকাল থেকে হাসপাতালে উপস্থিত হয়ে মুসল্লিদের খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
২৪ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৬ ঘণ্টা আগে