Ajker Patrika

রাষ্ট্রকে গোছানো জায়গায় রেখে যেতে দোয়া চাইলেন উপদেষ্টা মাহফুজ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
রাষ্ট্রকে গোছানো জায়গায় রেখে যেতে দোয়া চাইলেন উপদেষ্টা মাহফুজ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরিফের মাহফিলে বক্তব্য দেন উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কাজে হাত দিয়েছে, সেগুলো যেন শেষ করতে পারে এবং বাংলাদেশ রাষ্ট্রকে একটি গোছানো জায়গায় রেখে আমরা বিদায় নিতে পারি, সে জন্য আপনাদের কাছে দোয়া চাই।’

আজ শুক্রবার জুমার নামাজের আগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরিফের ১৩৫তম ইসালে সওয়াব মাহফিলে দোয়া নিতে এসে উপদেষ্টা এ কথা বলেন।

মাহফিলে আগত মুসল্লিদের উদ্দেশে মাহফুজ আলম বলেন, ‘ছারছিনার পীর সাহেবের নির্দেশে শরিয়ত, তরিকত ও মারেফাত পালনের পাশাপাশি এ দেশে শান্তিশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও রাখবেন।’

বার্ষিক মাহফিল গত বুধবার শুরু হয়। শুক্রবার বাদ জুমা আখেরি মোনাজাতের মাধ্যমে তা শেষ হয়। ছারছিনা দরবার শরিফের পীর মুফতি মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন মোনাজাত পরিচালনা করেন। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান, বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত