নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনালটি দীর্ঘদিন ধরেই নানা অব্যবস্থাপনায় ভুগছে। অতিরিক্ত বাস ও অটোর চাপ, রক্ষণাবেক্ষণের অভাব, বর্ষায় জমে থাকা কাদাপানিতে পুরো টার্মিনাল যেন ধানখেতের জমিতে রূপ নিয়েছে। এতে করে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকেরা।
প্রায় এক যুগ আগে সন্ধ্যা নদীর তীরে ছারছিনা এলাকার জগৎপট্টিতে চালু হয় এই টার্মিনাল। শুরুর দিকে খুব সীমিত পরিসরে চালু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এখানে বাড়তে থাকে বাস ও অটোর সংখ্যা। কিন্তু অবকাঠামো উন্নয়নে তেমন কোনো উদ্যোগ না থাকায় দ্রুতই রাস্তাঘাটে সৃষ্টি হয় খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। টার্মিনালের খোয়া উঠে গিয়ে কাদা আর ধুলায় একাকার অবস্থা।
স্থানীয়রা জানাচ্ছেন, বরিশাল ও ঢাকাগামী বাস প্রতিদিনই চলাচল করে এই টার্মিনাল দিয়ে। অথচ রাস্তাঘাট ও যাত্রীসুবিধার কোনো উন্নয়ন হয়নি। বর্ষাকালে যাত্রীরা কাদা পেরিয়ে বাসে উঠতে গিয়ে প্রায়ই হোঁচট খেয়ে দুর্ঘটনায় পড়ছেন। চালকদের জন্যও গাড়ি ঘোরানো ও চলাচল করতে গিয়ে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।
যাত্রী মো. সাইফুর রহমান বলেন, ‘বরিশালে যাতায়াত করি মাঝেমধ্যে। বাসে ওঠার সময় কাদা ডিঙিয়ে চলতে হয়, খুব কষ্ট হয়। অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ার উপক্রম হয়।’
বাস কাউন্টার পরিচালনাকারী মো. আব্দুল হাকিম বলেন, টার্মিনালের অবস্থা খুবই খারাপ। সব জায়গায় কাদা ও পানি। যাত্রী ও চালকদের চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত সংস্কার দরকার।
কাউন্টার মাস্টার মো. সাইদুর রহমান বলেন, কিছুদিন আগে সামান্য সংস্কার হয়েছিল, কিন্তু সেটা টেকেনি। এখন পানিতে কাদা মিশে পুরো টার্মিনাল ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। নারী ও শিশুরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, বাস টার্মিনালে বর্ষায় পানি ও কাদা জমে যাওয়ায় সমস্যা হচ্ছে। যত দ্রুত সম্ভব সেখানে আরসিসি ঢালাই দিয়ে উন্নয়নকাজ করা হবে। পাশাপাশি যাত্রীদের জন্য একটি ছাউনির ব্যবস্থাও করা হবে।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনালটি দীর্ঘদিন ধরেই নানা অব্যবস্থাপনায় ভুগছে। অতিরিক্ত বাস ও অটোর চাপ, রক্ষণাবেক্ষণের অভাব, বর্ষায় জমে থাকা কাদাপানিতে পুরো টার্মিনাল যেন ধানখেতের জমিতে রূপ নিয়েছে। এতে করে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকেরা।
প্রায় এক যুগ আগে সন্ধ্যা নদীর তীরে ছারছিনা এলাকার জগৎপট্টিতে চালু হয় এই টার্মিনাল। শুরুর দিকে খুব সীমিত পরিসরে চালু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এখানে বাড়তে থাকে বাস ও অটোর সংখ্যা। কিন্তু অবকাঠামো উন্নয়নে তেমন কোনো উদ্যোগ না থাকায় দ্রুতই রাস্তাঘাটে সৃষ্টি হয় খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। টার্মিনালের খোয়া উঠে গিয়ে কাদা আর ধুলায় একাকার অবস্থা।
স্থানীয়রা জানাচ্ছেন, বরিশাল ও ঢাকাগামী বাস প্রতিদিনই চলাচল করে এই টার্মিনাল দিয়ে। অথচ রাস্তাঘাট ও যাত্রীসুবিধার কোনো উন্নয়ন হয়নি। বর্ষাকালে যাত্রীরা কাদা পেরিয়ে বাসে উঠতে গিয়ে প্রায়ই হোঁচট খেয়ে দুর্ঘটনায় পড়ছেন। চালকদের জন্যও গাড়ি ঘোরানো ও চলাচল করতে গিয়ে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।
যাত্রী মো. সাইফুর রহমান বলেন, ‘বরিশালে যাতায়াত করি মাঝেমধ্যে। বাসে ওঠার সময় কাদা ডিঙিয়ে চলতে হয়, খুব কষ্ট হয়। অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ার উপক্রম হয়।’
বাস কাউন্টার পরিচালনাকারী মো. আব্দুল হাকিম বলেন, টার্মিনালের অবস্থা খুবই খারাপ। সব জায়গায় কাদা ও পানি। যাত্রী ও চালকদের চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত সংস্কার দরকার।
কাউন্টার মাস্টার মো. সাইদুর রহমান বলেন, কিছুদিন আগে সামান্য সংস্কার হয়েছিল, কিন্তু সেটা টেকেনি। এখন পানিতে কাদা মিশে পুরো টার্মিনাল ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। নারী ও শিশুরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, বাস টার্মিনালে বর্ষায় পানি ও কাদা জমে যাওয়ায় সমস্যা হচ্ছে। যত দ্রুত সম্ভব সেখানে আরসিসি ঢালাই দিয়ে উন্নয়নকাজ করা হবে। পাশাপাশি যাত্রীদের জন্য একটি ছাউনির ব্যবস্থাও করা হবে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১৮ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
৩১ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে