নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় কলেজছাত্র মেহেদী হাসান বাপ্পিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতেই শিশুটির মা বাদী হয়ে নেছারাবাদ থানায় ধর্ষণ মামলা করেছেন।
বাপ্পি মো. মজিবুর রহমান শেখের ছেলে ও উপজেলার সমেদয়কাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমাউন ব্যাপারীর ভাগনে। তিনি গ্রেপ্তার এড়াতে মামা চেয়ারম্যানের বাড়িতে আশ্রয় নেন।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই সন্তানকে ঘরে রেখে নবজাতককে জন্মনিবন্ধন করানোর জন্য ইউনিয়ন পরিষদে যান শিশুটির মা-বাবা। এই সুযোগে বাপ্পি ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটির মা বাড়িতে এসে মেয়েকে অসুস্থ দেখে প্রতিবেশীদের পরামর্শে চিকিৎসার জন্য কাউখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক থানায় যাওয়ার পরামর্শ দিলে তাঁরা থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী জানান, ঘটনার দিন দুপুরে তিনি তাঁর নবজাতক শিশুর জন্মনিবন্ধনের জন্য বড় মেয়েকে বাড়িতে রেখে ইউনিয়ন পরিষদে যান। বাড়িতে এসে শিশুকে অসুস্থ দেখলে জিজ্ঞাসা করলে মেহেদীর নাম বলে। পরে তিনি বিষয়টি চেয়ারম্যান হুমাউন কবিরসহ মেহেদীর মাকে জানান। কিন্তু তাঁরা শিশুটির মাকে খারাপ কথা বলেন এমনকি শিশুটিকে নিয়ে মিথ্যা অপবাদ দেন। পরে থানায় মামলা দায়ের করেন।
মেহেদীর মামা ইউপি চেয়ারম্যান হুমাউন কবির বলেন, ‘ওই শিশুর বাবা আমাকে ফোন করে ধর্ষণের কথা বলেছিল। তবে সে আমাকে শিশু ধর্ষণের কথা বলেনি। তাহলে সমাধানের চেষ্টা করতাম। এখন সম্ভব হলে আপনারা সাংবাদিকেরা মীমাংসা করে দেন।’
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহিন জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

পিরোজপুরের নেছারাবাদে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় কলেজছাত্র মেহেদী হাসান বাপ্পিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন রাতেই শিশুটির মা বাদী হয়ে নেছারাবাদ থানায় ধর্ষণ মামলা করেছেন।
বাপ্পি মো. মজিবুর রহমান শেখের ছেলে ও উপজেলার সমেদয়কাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমাউন ব্যাপারীর ভাগনে। তিনি গ্রেপ্তার এড়াতে মামা চেয়ারম্যানের বাড়িতে আশ্রয় নেন।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুই সন্তানকে ঘরে রেখে নবজাতককে জন্মনিবন্ধন করানোর জন্য ইউনিয়ন পরিষদে যান শিশুটির মা-বাবা। এই সুযোগে বাপ্পি ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটির মা বাড়িতে এসে মেয়েকে অসুস্থ দেখে প্রতিবেশীদের পরামর্শে চিকিৎসার জন্য কাউখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক থানায় যাওয়ার পরামর্শ দিলে তাঁরা থানায় মামলা দায়ের করেন।
মামলার বাদী জানান, ঘটনার দিন দুপুরে তিনি তাঁর নবজাতক শিশুর জন্মনিবন্ধনের জন্য বড় মেয়েকে বাড়িতে রেখে ইউনিয়ন পরিষদে যান। বাড়িতে এসে শিশুকে অসুস্থ দেখলে জিজ্ঞাসা করলে মেহেদীর নাম বলে। পরে তিনি বিষয়টি চেয়ারম্যান হুমাউন কবিরসহ মেহেদীর মাকে জানান। কিন্তু তাঁরা শিশুটির মাকে খারাপ কথা বলেন এমনকি শিশুটিকে নিয়ে মিথ্যা অপবাদ দেন। পরে থানায় মামলা দায়ের করেন।
মেহেদীর মামা ইউপি চেয়ারম্যান হুমাউন কবির বলেন, ‘ওই শিশুর বাবা আমাকে ফোন করে ধর্ষণের কথা বলেছিল। তবে সে আমাকে শিশু ধর্ষণের কথা বলেনি। তাহলে সমাধানের চেষ্টা করতাম। এখন সম্ভব হলে আপনারা সাংবাদিকেরা মীমাংসা করে দেন।’
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহিন জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
৩ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
২৭ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে
ফাওজুল কবির খান বলেন, ‘আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, যদি মানুষের খুন দেখতে না চান—তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন। দেশের চাবি আপনার হাতে। এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি।
১ ঘণ্টা আগে