মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় রোহান পরিবহন নামে একটি বাসের চাপায় মিলন হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার সকালে মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুদিঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে। পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক ও বাসের হেলপার পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা বাসটিকে আগুন ধরিয়ে দেয়।
জানা যায়, নিহত কলেজছাত্র মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমীন হাওলাদারের ছেলে ও স্থানীয় তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজছাত্র মিলন বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুদিঘাটা নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দূরপাল্লার রোহান পরিবহন বাস বেপরোয়া গতিতে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী বাসটি জব্দ করতে পারলে চালক ও হেলপার পালিয়ে যান।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে। এ সময় জব্দ করা বাসটি পুলিশ উদ্ধার করে থানাসংলগ্ন টিকিকাটা ইউনিয়ন পরিষদের সামনে রাখে। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি সদস্য মো. সগীর হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, দূরপাল্লার পরিবহনগুলি এ সড়কে বেপরোয়া গতিতে চলাচল করলেও দেখার কেউ নাই। এ কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
নিহত কলেজছাত্র মিলনের শিক্ষাপ্রতিষ্ঠান তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ ও সাফা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে বাসের ড্রাইভারকে গ্রেপ্তার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, থানার ওসি নুরুল ইসলাম বাদল, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থল থেকে নিহত কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত কলেজছাত্রের বাবা রুহুল আমীন হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

পিরোজপুরের মঠবাড়িয়ায় রোহান পরিবহন নামে একটি বাসের চাপায় মিলন হাওলাদার (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার সকালে মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুদিঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে। পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক ও বাসের হেলপার পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা বাসটিকে আগুন ধরিয়ে দেয়।
জানা যায়, নিহত কলেজছাত্র মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের রুহুল আমীন হাওলাদারের ছেলে ও স্থানীয় তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কলেজছাত্র মিলন বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে কলেজের দিকে যাচ্ছিলেন। এ সময় মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের গুদিঘাটা নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দূরপাল্লার রোহান পরিবহন বাস বেপরোয়া গতিতে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী বাসটি জব্দ করতে পারলে চালক ও হেলপার পালিয়ে যান।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে। এ সময় জব্দ করা বাসটি পুলিশ উদ্ধার করে থানাসংলগ্ন টিকিকাটা ইউনিয়ন পরিষদের সামনে রাখে। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে বাসটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি সদস্য মো. সগীর হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, দূরপাল্লার পরিবহনগুলি এ সড়কে বেপরোয়া গতিতে চলাচল করলেও দেখার কেউ নাই। এ কারণে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
নিহত কলেজছাত্র মিলনের শিক্ষাপ্রতিষ্ঠান তুষখালী মহিউদ্দিন মহারাজ কলেজ ও সাফা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করে বাসের ড্রাইভারকে গ্রেপ্তার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, থানার ওসি নুরুল ইসলাম বাদল, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেন।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থল থেকে নিহত কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত কলেজছাত্রের বাবা রুহুল আমীন হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৯ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১৬ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
২২ মিনিট আগে