পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২১ মে) বিকেলে উপজেলার ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গার চর ও মালিখালির চরে মধুমতী ও তালেরশ্বর নদীতে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কাউখালী উপজেলার বাঁশুরিয়া গ্রামের মো. হোসাইন ফরাজী (৪০), কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের মো. সুমন শেখ (৩৯) ও নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের মো. জাবের শেখ (২৭)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মধুমতী ও তালেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও ফজলে রাব্বী বলেন, ‘যাঁরা বালুমহাল ইজারা নেন, তাঁদের একটি নির্দিষ্ট সীমানা বা এলাকা নির্ধারণ করা থাকে। আমাদের নাজিরপুর উপজেলার বালুমহালের বা বালু উত্তোলনের সীমানা ছিল ২৪.২১ একর। কিন্তু সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করার অপরাধে আমরা এই তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি।’ নদীর ভূপ্রাকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে নাজিরপুর উপজেলার আওতাভুক্ত মধুমতী ও তালেশ্বর নদীতে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২১ মে) বিকেলে উপজেলার ১ নম্বর মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গার চর ও মালিখালির চরে মধুমতী ও তালেরশ্বর নদীতে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কাউখালী উপজেলার বাঁশুরিয়া গ্রামের মো. হোসাইন ফরাজী (৪০), কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের মো. সুমন শেখ (৩৯) ও নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের মো. জাবের শেখ (২৭)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মধুমতী ও তালেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও ফজলে রাব্বী বলেন, ‘যাঁরা বালুমহাল ইজারা নেন, তাঁদের একটি নির্দিষ্ট সীমানা বা এলাকা নির্ধারণ করা থাকে। আমাদের নাজিরপুর উপজেলার বালুমহালের বা বালু উত্তোলনের সীমানা ছিল ২৪.২১ একর। কিন্তু সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করার অপরাধে আমরা এই তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি।’ নদীর ভূপ্রাকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে নাজিরপুর উপজেলার আওতাভুক্ত মধুমতী ও তালেশ্বর নদীতে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান তিনি।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১২ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
২৮ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে