পটুয়াখালী প্রতিনিধি

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আজ বৃহস্পতিবার জোয়ারের পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদ-নদী ও সাগর উত্তাল থাকায় ঢাকা-রাঙ্গাবালীসহ অভ্যন্তরীণ ১৭ রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক মো. জাকী শাহরিয়া জানান, পায়রা বন্দরকে ৩ নম্বর ও নদী বন্দরকে ২ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। নদী উত্তাল থাকায় ঢাকা-রাঙ্গাবালীসহ জেলার অভ্যন্তরীণ ১৭টি রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নদীতে যাত্রীবাহী স্পিডবোট চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ সারা দিন জড়ো হাওয়ার চলছে অবিরাম বৃষ্টি। জোয়ারের পানিতে উপকূলীয় রাঙ্গাবালীসহ উপকূলীয় এলাকা তলিয়ে গেছে। দুপুরে জোয়ারের পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে পানির প্রবল তোড়ে বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে এবং তলিয়ে যায় ঘরবাড়িসহ ফসলি জমি।
অন্যদিকে অবিরাম বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যায় পটুয়াখালী পৌর শহরের অধিকাংশ রাস্তাঘাট। পুরোনো হাসপাতাল রোড, মহিলা কলেজ রোড, মুন্সেফপাড়া, জুবিলী স্কুল রোড ও লঞ্চঘাট এলাকাসহ শহরের অধিকাংশ সড়ক। বৃষ্টি, ঝড়-বাতাস ও জোয়ারের পানিতে স্থবির হয়ে পড়েছে উপকূল অঞ্চলের মানুষের জীবনযাত্রা।

স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মোসা. আখতার জাহান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ দিয়েছে। এ কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিও হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ১১৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। আজ বৃহস্পতিবার জোয়ারের পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদ-নদী ও সাগর উত্তাল থাকায় ঢাকা-রাঙ্গাবালীসহ অভ্যন্তরীণ ১৭ রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক মো. জাকী শাহরিয়া জানান, পায়রা বন্দরকে ৩ নম্বর ও নদী বন্দরকে ২ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। নদী উত্তাল থাকায় ঢাকা-রাঙ্গাবালীসহ জেলার অভ্যন্তরীণ ১৭টি রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নদীতে যাত্রীবাহী স্পিডবোট চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ সারা দিন জড়ো হাওয়ার চলছে অবিরাম বৃষ্টি। জোয়ারের পানিতে উপকূলীয় রাঙ্গাবালীসহ উপকূলীয় এলাকা তলিয়ে গেছে। দুপুরে জোয়ারের পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে পানির প্রবল তোড়ে বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে এবং তলিয়ে যায় ঘরবাড়িসহ ফসলি জমি।
অন্যদিকে অবিরাম বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যায় পটুয়াখালী পৌর শহরের অধিকাংশ রাস্তাঘাট। পুরোনো হাসপাতাল রোড, মহিলা কলেজ রোড, মুন্সেফপাড়া, জুবিলী স্কুল রোড ও লঞ্চঘাট এলাকাসহ শহরের অধিকাংশ সড়ক। বৃষ্টি, ঝড়-বাতাস ও জোয়ারের পানিতে স্থবির হয়ে পড়েছে উপকূল অঞ্চলের মানুষের জীবনযাত্রা।

স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মোসা. আখতার জাহান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ দিয়েছে। এ কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এবং দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিও হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে ১১৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৬ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে