Ajker Patrika

কৃত্রিম সংকট তৈরি করে কলাপাড়ায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ২২: ৫২
কৃত্রিম সংকট তৈরি করে কলাপাড়ায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি

পটুয়াখালীর কলাপাড়ার বাজারগুলোতে দেখা দিয়েছে পেঁয়াজের সংকট। পাইকারি বাজারগুলোতে পেঁয়াজ নেই বললেই চলে। আর খুচরা বাজারের কিছু সংখ্যক দোকানে খুব কমসংখ্যক পেঁয়াজ থাকলেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। 

এদিকে বাজারে পেঁয়াজের সংকট দেখা দেওয়ায় ক্রেতা মধ্যে লক্ষ্য করা গেছে মিশ্র প্রতিক্রিয়া। ভারত পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করায় সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে বিক্রেতারা। 

বাজারে বড় আকারের বিদেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। আর ছোট অকারের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। 

কলাপাড়া পৌর শহরের বাসিন্দা জাহিদ আহসান জুয়েল বলেন, ‘শনিবার সকালে কলাপাড়া বাজার থেকে ১১০ টাকা কেজি পেঁয়াজ কিনেছি। কিন্তু বিকেলে বাজারে গিয়ে দেখি ২২০ টাকা।’ 

কলাপাড়া পৌর শহরের খুচরা বিক্রেতা রুস্তম আলী আজকের পত্রিকাকে জানান, মোকাম থেকে দাম বাড়িয়ে দেওয়ায় আমরা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে জানান, অসাধু ব্যবসায়ীরা যাতে সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিতে না পারে সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মার্কিন যুদ্ধজাহাজে বন্দী মাদুরোর প্রথম ছবি প্রকাশ করলেন ট্রাম্প

ভারত থেকে ম্যাচ সরানো ও আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলায় আগ্রাসনে ১৫০টির বেশি মার্কিন যুদ্ধবিমান অংশ নেয়

অস্বাভাবিক দাম বৃদ্ধি: এলপিজির দামে নৈরাজ্য, অজুহাত আমদানি সংকট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত