পটুয়াখালী প্রতিনিধি

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে পটুয়াখালীতে দূরপাল্লার যাত্রীবাহী বাসকে জরিমানা করায় গতকাল শুক্রবার মধ্যরাত থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ বেখেছে মালিকপক্ষ। হাতে গোনা কিছু বাস চললেও অধিকাংশ বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে সরাসরি পটুয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার কারণে লোকাল বাসে যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। এ কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বাসের টিকিট কাটতে হচ্ছে।
এর আগে দূরপাল্লার বাসগুলোতে বাড়তি ভাড়া আদায় করায় গতকাল রাতে পটুয়াখালী বাসস্টান্ডে মোবাইল কোর্ট বসিয়ে সাতটি বাস কোম্পানিকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকে বাস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

জানতে চাইলে ঢাকার বাসযাত্রী ইকবাল হোসেন বলেন, ‘আমি আগেই সাকুরা পরিবহনে টিকিট কেটেছিলাম, আজ শনিবার সকালে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়ে বাসস্ট্যান্ডে এসে শুনি গাড়ি যাবে না। পরে টিকিটের টাকা আমাদের ফেরত দিয়েছে। মানুষকে এভাবে ভোগান্তি দেওয়া ঠিক নয়। এখন বরিশালের বাসে বরিশাল যাব, সেখান থেকে অন্য বাসে ঢাকায় ফিরব।’
এ বিষয়ে বাসমালিক, শ্রমিক ও টিকিট কাউন্টারের কেউ কথা বলতে রাজি না হলেও তাঁদের দাবি, পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে ঢাকা গেলেও ঢাকা থেকে খালি বাস পটুয়াখালীতে আসতে হয়। এ কারণে মালিকের লোকসান হওয়ায় ঢাকা থেকে বাস না আসায় পটুয়াখালী থেকে যাত্রীরা ঢাকায় যেতে পারছেন না।

তবে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয় আমরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সঙ্গে কথা বলছি এবং সংশ্লিষ্ট বাস কোম্পানিগুলোর মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে কাজ করছি।’

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে পটুয়াখালীতে দূরপাল্লার যাত্রীবাহী বাসকে জরিমানা করায় গতকাল শুক্রবার মধ্যরাত থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ বেখেছে মালিকপক্ষ। হাতে গোনা কিছু বাস চললেও অধিকাংশ বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে সরাসরি পটুয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার কারণে লোকাল বাসে যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। এ কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে বাসের টিকিট কাটতে হচ্ছে।
এর আগে দূরপাল্লার বাসগুলোতে বাড়তি ভাড়া আদায় করায় গতকাল রাতে পটুয়াখালী বাসস্টান্ডে মোবাইল কোর্ট বসিয়ে সাতটি বাস কোম্পানিকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর থেকে বাস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

জানতে চাইলে ঢাকার বাসযাত্রী ইকবাল হোসেন বলেন, ‘আমি আগেই সাকুরা পরিবহনে টিকিট কেটেছিলাম, আজ শনিবার সকালে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়ে বাসস্ট্যান্ডে এসে শুনি গাড়ি যাবে না। পরে টিকিটের টাকা আমাদের ফেরত দিয়েছে। মানুষকে এভাবে ভোগান্তি দেওয়া ঠিক নয়। এখন বরিশালের বাসে বরিশাল যাব, সেখান থেকে অন্য বাসে ঢাকায় ফিরব।’
এ বিষয়ে বাসমালিক, শ্রমিক ও টিকিট কাউন্টারের কেউ কথা বলতে রাজি না হলেও তাঁদের দাবি, পটুয়াখালী থেকে যাত্রী নিয়ে ঢাকা গেলেও ঢাকা থেকে খালি বাস পটুয়াখালীতে আসতে হয়। এ কারণে মালিকের লোকসান হওয়ায় ঢাকা থেকে বাস না আসায় পটুয়াখালী থেকে যাত্রীরা ঢাকায় যেতে পারছেন না।

তবে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয় আমরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সঙ্গে কথা বলছি এবং সংশ্লিষ্ট বাস কোম্পানিগুলোর মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে কাজ করছি।’

ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
৯ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১২ মিনিট আগে
গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাইড শেয়ারিং সেবার চালক ওজিয়ার রহমান (৩৬)। হঠাৎ তাঁর গতি রোধ করে সামনে দাঁড়ান শহীদুল ইসলাম খোকন (৪৫)। তিনি ওজিয়ারের কাছে দাবি করেন—৫০০ টাকা দিতে হবে, ইয়াবা সেবন করবেন। কিন্তু তাতে অসম্মতি জানিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন চালক ওজিয়ার।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে ১৫ লাখ টাকা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় সাতজনকে আটক করা হয়। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে শিবপুর মডেল থানায় সংবাদ সম্মেলনে নরসিংদী...
২৮ মিনিট আগে