পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার ১১ বছর পর মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী সদর থানায় মেহেদী হাসান জীবন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে সদর উপজেলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তা মিয়াকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর বদরপুর বাজারের দলীয় কর্মসূচি শেষে শহরে ফেরার পথে শিয়ালী বাজার এলাকায় সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা করে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে জেলা কৃষক দলের সভাপতি এস এম আব্দুর রব হাওলাদার, ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহন সিকদার, যুবদলের সদস্য দেলোয়ার হোসেন ও শফিক টেইলার গুরুতর আহত হন। মামলায় ৫৭ জন নামধারী ছাড়াও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার বাদী মেহেদী হাসান জীবন বলেন, ‘২০১৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে মুক্তা মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় আমার বাবা গুরুতর আহত হন। তখন আমার বাবার চিকিৎসাই আমরা ঠিকভাবে করতে পারিনি। ওই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যেখানে চিকিৎসাই করাতে পারিনি সেখানে বিচার পাওয়া তো দূরের কথা। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট ওই সরকার বিতাড়িত হওয়ায় ন্যায়বিচার পাওয়ার আসায় আমি মামলা করেছি।’
সদর থানার ওসি মো. ইমতিয়াজ মাহমুদ বলেন, ’২০১৩ সালে একটা হামলার ঘটনায় সদর থানায় মেহেদী হাসান জীবন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে থানা-পুলিশ কাজ করছে।’

পটুয়াখালীতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার ১১ বছর পর মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী সদর থানায় মেহেদী হাসান জীবন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে সদর উপজেলার বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তা মিয়াকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর বদরপুর বাজারের দলীয় কর্মসূচি শেষে শহরে ফেরার পথে শিয়ালী বাজার এলাকায় সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা করে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে জেলা কৃষক দলের সভাপতি এস এম আব্দুর রব হাওলাদার, ইউনিয়ন যুবদলের সহসভাপতি মোহন সিকদার, যুবদলের সদস্য দেলোয়ার হোসেন ও শফিক টেইলার গুরুতর আহত হন। মামলায় ৫৭ জন নামধারী ছাড়াও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার বাদী মেহেদী হাসান জীবন বলেন, ‘২০১৩ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে মুক্তা মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এ সময় আমার বাবা গুরুতর আহত হন। তখন আমার বাবার চিকিৎসাই আমরা ঠিকভাবে করতে পারিনি। ওই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যেখানে চিকিৎসাই করাতে পারিনি সেখানে বিচার পাওয়া তো দূরের কথা। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট ওই সরকার বিতাড়িত হওয়ায় ন্যায়বিচার পাওয়ার আসায় আমি মামলা করেছি।’
সদর থানার ওসি মো. ইমতিয়াজ মাহমুদ বলেন, ’২০১৩ সালে একটা হামলার ঘটনায় সদর থানায় মেহেদী হাসান জীবন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে থানা-পুলিশ কাজ করছে।’

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৬ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪৪ মিনিট আগে