পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জয়ত্রী দেবনাথ (১৪) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
জয়ত্রী দেবনাথ শহরের সবুজবাগ প্রথম লেনের বাসিন্দা ব্যবসায়ী বিপ্লব দেবনাথের মেয়ে এবং পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, তিন দিন ধরে জ্বরে ভোগার পর গত রোববার রাতে জয়ত্রীকে শহরের স্থানীয় চিকিৎসকের পরামর্শে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার বিকেলে বরিশালের কাছাকাছি পৌঁছালে পথেই তার মৃত্যু হয়। রাতেই তার মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবু বকর সিদ্দিক জানান, রোগীর শরীরে প্ল্যাটিলেট মাত্র ২০ হাজারে নেমে গিয়েছিল এবং ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট হচ্ছিল। একপর্যায়ে প্ল্যাটিলেট কমে দাঁড়ায় মাত্র ৭ হাজারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসকষ্ট ও অঙ্গ বিকলের কারণে জয়ত্রীর মৃত্যু হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘রোগীকে ভর্তি করার সময় প্রেসার ছিল অস্বাভাবিকভাবে কম; যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শহরের সবুজবাগ এলাকা বর্তমানে ডেঙ্গুর জন্য ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত। চলতি মৌসুমে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো তিনজনের। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫৮ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৩ জন।

পটুয়াখালীতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জয়ত্রী দেবনাথ (১৪) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যায়।
জয়ত্রী দেবনাথ শহরের সবুজবাগ প্রথম লেনের বাসিন্দা ব্যবসায়ী বিপ্লব দেবনাথের মেয়ে এবং পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, তিন দিন ধরে জ্বরে ভোগার পর গত রোববার রাতে জয়ত্রীকে শহরের স্থানীয় চিকিৎসকের পরামর্শে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার বিকেলে বরিশালের কাছাকাছি পৌঁছালে পথেই তার মৃত্যু হয়। রাতেই তার মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবু বকর সিদ্দিক জানান, রোগীর শরীরে প্ল্যাটিলেট মাত্র ২০ হাজারে নেমে গিয়েছিল এবং ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট হচ্ছিল। একপর্যায়ে প্ল্যাটিলেট কমে দাঁড়ায় মাত্র ৭ হাজারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসকষ্ট ও অঙ্গ বিকলের কারণে জয়ত্রীর মৃত্যু হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘রোগীকে ভর্তি করার সময় প্রেসার ছিল অস্বাভাবিকভাবে কম; যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, শহরের সবুজবাগ এলাকা বর্তমানে ডেঙ্গুর জন্য ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত। চলতি মৌসুমে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো তিনজনের। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৫৮ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৩ জন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
১৭ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
২৮ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
৩০ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৪০ মিনিট আগে