কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটক মারা গেছেন। আজ শনিবার সকালে সৈকতের জিরো পয়েন্টর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
রাজেশ কুমার পাল রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজ গ্রামের শরৎ কুমার পালের ছেলে।
রাজেশের সঙ্গে বেড়াতে আসা বোনজামাই কমল কুমার পাল জানান, গতকাল শুক্রবার রাতে রাজশাহী থেকে কুয়াকাটায় এসে তাঁরা একটি আবাসিক হোটেলে ওঠেন। সকালে সবাই সৈকতে গোসল করতে নামেন। এ সময় রাজেশ কুমার পাল সমুদ্রের গভীর চলে গেলে কমল কুমার পালসহ অন্যরা ডাকচিৎকার করেন। একপর্যায়ে রাজেশ তলিয়ে যান। পরে ট্যুরিস্ট পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপপরিদর্শক (এসআই) মো. সবুর মিয়া বলেন, ‘সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে পর্যটকদের ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে যাই। সেখান থেকে পর্যটক রাজেশ কুমার পালকে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মহিপুর থানার পুলিশের কাছে আমরা তাঁর লাশ হস্তান্তর করি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রাজেশ কুমার পাল নামের এক পর্যটকের লাশ হস্তান্তর করেছে। তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ বলেন, সমুদ্রে ডুবে যাওয়া এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল। তবে তাঁকে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটক মারা গেছেন। আজ শনিবার সকালে সৈকতের জিরো পয়েন্টর পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
রাজেশ কুমার পাল রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজ গ্রামের শরৎ কুমার পালের ছেলে।
রাজেশের সঙ্গে বেড়াতে আসা বোনজামাই কমল কুমার পাল জানান, গতকাল শুক্রবার রাতে রাজশাহী থেকে কুয়াকাটায় এসে তাঁরা একটি আবাসিক হোটেলে ওঠেন। সকালে সবাই সৈকতে গোসল করতে নামেন। এ সময় রাজেশ কুমার পাল সমুদ্রের গভীর চলে গেলে কমল কুমার পালসহ অন্যরা ডাকচিৎকার করেন। একপর্যায়ে রাজেশ তলিয়ে যান। পরে ট্যুরিস্ট পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপপরিদর্শক (এসআই) মো. সবুর মিয়া বলেন, ‘সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে পর্যটকদের ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে যাই। সেখান থেকে পর্যটক রাজেশ কুমার পালকে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। পরে মহিপুর থানার পুলিশের কাছে আমরা তাঁর লাশ হস্তান্তর করি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রাজেশ কুমার পাল নামের এক পর্যটকের লাশ হস্তান্তর করেছে। তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ বলেন, সমুদ্রে ডুবে যাওয়া এক পর্যটককে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছিল। তবে তাঁকে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
২৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৪০ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে