দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

গত বছর তরমুজের ভালো ফলন পেয়ে এবার পটুয়াখালীর দশমিনার চাষিরা লাভের আশায় আরও বেশি জমিতে চাষাবাদ করছেন। এবারও ভালো ফলনের আশায় জমি প্রস্তুতে নেমেছেন তাঁরা।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, দশমিনায় গত বছর ৪০০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়। এবার হচ্ছে ৫০০ হেক্টর জমিতে। অর্থাৎ, আগের বছরের চেয়ে চাষের জমির পরিমাণ বেড়েছে ২৫ শতাংশ। কৃষকদের তরমুজ চাষে পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
গতবার ২৫ একর জমিতে তরমুজ চাষ করেন চর শাহজালাল এলাকার চাষি মো. মাসুদ। এবার তিনি ৭৫ একর জমি চাষের জন্য প্রস্তুত করছেন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘গত বছর আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজ চাষ করে লাভ করেছি ২৫ লাখ টাকা। তাই এ বছর তিন গুণ জমি তরমুজ চাষের জন্য প্রস্তুত করেছি।’
মাসুদ জানান, ভোলার চরফ্যাশনের চাষিদের কাছ থেকে চাষাবাদ শিখে দ্বিতীয়বারের মতো তরমুজ চাষ করছেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শের অপেক্ষা না করে তিনি নিজে ‘ড্রাগন’ ও ‘বিগ ফ্যামিলি’ জাতের বীজ রোপণ করেছেন।
চরফ্যাশন এলাকার অনেক কৃষক দশমিনায় জমি বন্ধক নিয়ে তরমুজের চাষ করছেন। তাঁদের সঙ্গে থেকে উপজেলার সদর ইউনয়নের গোলখালী এলাকার মাহাবুল সরদার তরমুজ চাষের পদ্ধতি শিখেছেন।
মাহাবুল সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘টানা চতুর্থবার তরমুজ চাষ করছি। জমি প্রস্তুত থেকে শুরু করে ফলন আসা পর্যন্ত নিজ থেকে কীটনাশক, ভিটামিন, ছত্রাকনাশক, রাসায়নিক সার ব্যবহার করি। আমার খেতের তরমুজ ছয় থেকে আট কেজি ওজনের হয়।’
তরমুজ চাষাবাদ নিয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, উপজেলায় চলতি বছর ৫০০ হেক্টর জমিতে তরমুজের চাষ হচ্ছে। কৃষি কার্যালয় থেকে বিনা মূল্যে সার ও কীটনাশক সরবরাহের পাশাপাশি কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

গত বছর তরমুজের ভালো ফলন পেয়ে এবার পটুয়াখালীর দশমিনার চাষিরা লাভের আশায় আরও বেশি জমিতে চাষাবাদ করছেন। এবারও ভালো ফলনের আশায় জমি প্রস্তুতে নেমেছেন তাঁরা।
উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, দশমিনায় গত বছর ৪০০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়। এবার হচ্ছে ৫০০ হেক্টর জমিতে। অর্থাৎ, আগের বছরের চেয়ে চাষের জমির পরিমাণ বেড়েছে ২৫ শতাংশ। কৃষকদের তরমুজ চাষে পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
গতবার ২৫ একর জমিতে তরমুজ চাষ করেন চর শাহজালাল এলাকার চাষি মো. মাসুদ। এবার তিনি ৭৫ একর জমি চাষের জন্য প্রস্তুত করছেন।
আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘গত বছর আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজ চাষ করে লাভ করেছি ২৫ লাখ টাকা। তাই এ বছর তিন গুণ জমি তরমুজ চাষের জন্য প্রস্তুত করেছি।’
মাসুদ জানান, ভোলার চরফ্যাশনের চাষিদের কাছ থেকে চাষাবাদ শিখে দ্বিতীয়বারের মতো তরমুজ চাষ করছেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শের অপেক্ষা না করে তিনি নিজে ‘ড্রাগন’ ও ‘বিগ ফ্যামিলি’ জাতের বীজ রোপণ করেছেন।
চরফ্যাশন এলাকার অনেক কৃষক দশমিনায় জমি বন্ধক নিয়ে তরমুজের চাষ করছেন। তাঁদের সঙ্গে থেকে উপজেলার সদর ইউনয়নের গোলখালী এলাকার মাহাবুল সরদার তরমুজ চাষের পদ্ধতি শিখেছেন।
মাহাবুল সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘টানা চতুর্থবার তরমুজ চাষ করছি। জমি প্রস্তুত থেকে শুরু করে ফলন আসা পর্যন্ত নিজ থেকে কীটনাশক, ভিটামিন, ছত্রাকনাশক, রাসায়নিক সার ব্যবহার করি। আমার খেতের তরমুজ ছয় থেকে আট কেজি ওজনের হয়।’
তরমুজ চাষাবাদ নিয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, উপজেলায় চলতি বছর ৫০০ হেক্টর জমিতে তরমুজের চাষ হচ্ছে। কৃষি কার্যালয় থেকে বিনা মূল্যে সার ও কীটনাশক সরবরাহের পাশাপাশি কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

বিএনপির দুই প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার দুজনই নগদ টাকায় কোটিপতি। আর এই আসনে ভোটের মাঠে থাকা জামায়াত প্রার্থী মো. শাহজাহান মঞ্জু ও তাঁর স্ত্রী লুৎফর জাহানের হাতে কোনো নগদ টাকা নেই। জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি বিশাল খরচের উপলক্ষ কীভাবে সামাল দেবেন...
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৬ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
১০ ঘণ্টা আগে