Ajker Patrika

কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ, দণ্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ, দণ্ড
কলাপাড়ায় ৫ হাজার ৪’শ ১০ প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ হাজার ৪’শ ১০ প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। রোববার (০৬ জুলাই) রাতে কলাপাড়া পৌরসভার রহমতপুর ও শিকদার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট ও ব্যান্ডরোল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় দিলীপ কুমার পাল (৩৯) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও মিলন হোসেন (৪১) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এ সময় কলাপাড়া থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন, `পাইকারী ব্যবসায়ীরা ধোকা দিয়ে নকল সিগারেট বিক্রি করে আমাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিতো। অনেক ক্রেতা এ বিষয় নিয়ে আমাদের হেনস্থা করতো। অনেক টাকা লোকসান দিতে হতো। আমরা অসহায় ছিলাম। এই অভিযানকে স্বাগত জানিয়ে তিনি অভিযান অব্যাহত রাখার দাবি জানান।'

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের সহায়তায় গোডাউনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল সিগারেটের সন্ধান মেলে। দুই ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দকৃত সিগারেট পুড়িয়ে দেয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত