পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলা জজ আদালত চত্বরে কয়েকজন আসামিকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির প্রধান গেটের সামনে এই ঘটনা ঘটে। হামলায় আহত তিনজনই আওয়ামী লীগের পক্ষের লোক হলেও তাঁদের দলীয় পদপদবি নিশ্চিত হওয়া যায়নি।
হামলায় আহত ব্যক্তিরা হচ্ছেন মো. সোহাগ, সোহাগ মিয়া ও মো. জামাল। তাঁদের মধ্যে সোহাগ মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান তালুকদারের ভাতিজা এবং কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল মিয়ার ছোট ভাই।
আহত ব্যক্তিদের দাবি, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা পটুয়াখালী জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। হামলায় দুজন আইনজীবীও অংশ নিয়েছেন। এ সময় উপস্থিত কয়েকজন ঘটনার ছবি ও ভিডিও ধারণ করলেও হামলাকারীরা সেসব ডিলিট করতে বাধ্য করে।
হামলায় আহত সোহাগ মিয়ার বড় ভাই আল আমিন বলেন, ২০১২ সালে কলাপাড়ায় ছাত্রদল নেতা মো. জিয়া নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ৫ আগস্টের পর থানায় মামলা হয়। হাইকোর্ট থেকে জামিন পাওয়া সেই মামলার আসামিরা গতকাল বুধবার পটুয়াখালী আদালতে হাজিরা দিতে এলে মামলার বাদীসহ পটুয়াখালী জেলা বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা ইট দিয়ে আঘাত করে সোহাগের হাঁটু থেঁতলে দেন এবং অন্যদের মারধর করেন।
এদিকে হামলায় আহত ব্যক্তিরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গেলেও সেখানে চিকিৎসা নিতে দেখা যায়নি। এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকে মোটরসাইকেলে মহড়া দিতে দেখা যায়।
এ বিষয়ে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, ‘হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসার পর আজ আদালতে হাজিরা দিতে গেলে তাঁদের ১০-১২ জনকে মারধর করা হয়েছে। পরে তাঁদের কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বসাকবাজার এলাকায় ছেড়ে দেওয়া হয়। তাঁরা তাঁদের চিকিৎসা পর্যন্ত করতে দেননি। আদালতের মতো জায়গায়ও আজ মানুষের নিরাপত্তা নেই।’
এদিকে আদালত চত্বরে হামলা ও মারধরের ঘটনায় সাংবাদিকেরা পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম মোজাম্মেল হোসেন তপনের মাধ্যমে সিসি টিভি ফুটেজ চাইলেও তা পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আমি তখন আদালতে ছিলাম। কী হয়েছে তা ঠিক বলতে পারছি না।’
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরওয়ার কালাম বলেন, ‘আদালত চত্বরে এ ধরনের ঘটনা আইনজীবীদের জন্য দুঃখজনক। এ বিষয়ে সবার প্রতিবাদ করা উচিত।’
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত চত্বরে হামলার খবর পেয়ে পুলিশ গিয়েছিল। তবে এ বিষয় আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। শুনেছি, আহত ব্যক্তিরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।’

পটুয়াখালী জেলা জজ আদালত চত্বরে কয়েকজন আসামিকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির প্রধান গেটের সামনে এই ঘটনা ঘটে। হামলায় আহত তিনজনই আওয়ামী লীগের পক্ষের লোক হলেও তাঁদের দলীয় পদপদবি নিশ্চিত হওয়া যায়নি।
হামলায় আহত ব্যক্তিরা হচ্ছেন মো. সোহাগ, সোহাগ মিয়া ও মো. জামাল। তাঁদের মধ্যে সোহাগ মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান তালুকদারের ভাতিজা এবং কলাপাড়া নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল মিয়ার ছোট ভাই।
আহত ব্যক্তিদের দাবি, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা পটুয়াখালী জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। হামলায় দুজন আইনজীবীও অংশ নিয়েছেন। এ সময় উপস্থিত কয়েকজন ঘটনার ছবি ও ভিডিও ধারণ করলেও হামলাকারীরা সেসব ডিলিট করতে বাধ্য করে।
হামলায় আহত সোহাগ মিয়ার বড় ভাই আল আমিন বলেন, ২০১২ সালে কলাপাড়ায় ছাত্রদল নেতা মো. জিয়া নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ৫ আগস্টের পর থানায় মামলা হয়। হাইকোর্ট থেকে জামিন পাওয়া সেই মামলার আসামিরা গতকাল বুধবার পটুয়াখালী আদালতে হাজিরা দিতে এলে মামলার বাদীসহ পটুয়াখালী জেলা বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা ইট দিয়ে আঘাত করে সোহাগের হাঁটু থেঁতলে দেন এবং অন্যদের মারধর করেন।
এদিকে হামলায় আহত ব্যক্তিরা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গেলেও সেখানে চিকিৎসা নিতে দেখা যায়নি। এ সময় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকে মোটরসাইকেলে মহড়া দিতে দেখা যায়।
এ বিষয়ে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, ‘হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসার পর আজ আদালতে হাজিরা দিতে গেলে তাঁদের ১০-১২ জনকে মারধর করা হয়েছে। পরে তাঁদের কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বসাকবাজার এলাকায় ছেড়ে দেওয়া হয়। তাঁরা তাঁদের চিকিৎসা পর্যন্ত করতে দেননি। আদালতের মতো জায়গায়ও আজ মানুষের নিরাপত্তা নেই।’
এদিকে আদালত চত্বরে হামলা ও মারধরের ঘটনায় সাংবাদিকেরা পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম মোজাম্মেল হোসেন তপনের মাধ্যমে সিসি টিভি ফুটেজ চাইলেও তা পাওয়া যায়নি। তিনি বলেন, ‘আমি তখন আদালতে ছিলাম। কী হয়েছে তা ঠিক বলতে পারছি না।’
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরওয়ার কালাম বলেন, ‘আদালত চত্বরে এ ধরনের ঘটনা আইনজীবীদের জন্য দুঃখজনক। এ বিষয়ে সবার প্রতিবাদ করা উচিত।’
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আদালত চত্বরে হামলার খবর পেয়ে পুলিশ গিয়েছিল। তবে এ বিষয় আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। শুনেছি, আহত ব্যক্তিরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে