দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী দশমিনা উপজেলায় এক মাদ্রাসার সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় সুপারকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে অগ্রণী ব্যাংক দশমিনা শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপার মোশারফ হোসেন আজ মঙ্গলবার সকালে অগ্রণী ব্যাংক দশমিনা শাখায় ৪৩ হাজার টাকা উত্তোলনের জন্য একটি চেক জমা দেন। ব্যবস্থাপক চেকের স্বাক্ষর যাচাই-বাছাই করে দেখেন ওই মাদ্রাসার সভাপতির স্বাক্ষর মিলছে না। তখন সুপারিনটেনডেন্টকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ স্বাক্ষর সভাপতির।
সভাপতিকে ফোন দিয়ে চেক দিয়েছেন কি না জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। পরে দশমিনা থানাকে অবহিত করলে পুলিশ সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেনকে থানা হেফাজতে নিয়ে যায়।
অগ্রণী ব্যাংক দশমিনা শাখার ব্যবস্থাপক মো. ইমাম হোসেন বলেন, ‘আমি পয়লা অক্টোবর যোগদান করি। সবার সঙ্গে আমার পরিচয় হয়ে ওঠেনি। সকালে দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেন ৪৩ হাজার টাকার চেক দিলে আমি স্বাক্ষর যাচাই করে দেখি সভাপতির স্বাক্ষর জাল। দশমিনা থানায় অবহিত করলে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।’
দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মোফাজ্জেল হোসেন বলেন, ‘সুপার এর আগেও আমাদের টিউশন ফি, এমপি মহোদয়ের মাদ্রাসা উন্নয়নের টাকা সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলন করে আত্মসাৎ করেন। আজ একই কাজ করতে গিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে ধরা খায়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন মোবাইল ফোনে জানান, ‘সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে এমন কাজ করে আসছেন। আমাকে না বলে মাদ্রাসার সাধারণ তহবিলে থাকা টাকা আত্মসাৎ করার জন্য এভাবে ১৫-১৬টি চেক দিয়ে আমার স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করেছেন।’
সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন আরও বলেন, ‘আজ অগ্রণী ব্যাংক দশমিনা শাখা ব্যবস্থাপক আমাকে ফোন করে বিষয়টি জানান। তিনি দশমিনা থানা হেফাজতে আছেন। কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, অগ্রণী ব্যাংক দশমিনা উপজেলা শাখার ব্যবস্থাপক বেলা ১টার দিকে ফোন করে বিষয়টি জানান। থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেনকে পাঠিয়ে মাদ্রাসা সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেনকে চেকসহ থানা হেফাজতে আনা হয়। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।

পটুয়াখালী দশমিনা উপজেলায় এক মাদ্রাসার সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় সুপারকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে অগ্রণী ব্যাংক দশমিনা শাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপার মোশারফ হোসেন আজ মঙ্গলবার সকালে অগ্রণী ব্যাংক দশমিনা শাখায় ৪৩ হাজার টাকা উত্তোলনের জন্য একটি চেক জমা দেন। ব্যবস্থাপক চেকের স্বাক্ষর যাচাই-বাছাই করে দেখেন ওই মাদ্রাসার সভাপতির স্বাক্ষর মিলছে না। তখন সুপারিনটেনডেন্টকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ স্বাক্ষর সভাপতির।
সভাপতিকে ফোন দিয়ে চেক দিয়েছেন কি না জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। পরে দশমিনা থানাকে অবহিত করলে পুলিশ সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেনকে থানা হেফাজতে নিয়ে যায়।
অগ্রণী ব্যাংক দশমিনা শাখার ব্যবস্থাপক মো. ইমাম হোসেন বলেন, ‘আমি পয়লা অক্টোবর যোগদান করি। সবার সঙ্গে আমার পরিচয় হয়ে ওঠেনি। সকালে দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেন ৪৩ হাজার টাকার চেক দিলে আমি স্বাক্ষর যাচাই করে দেখি সভাপতির স্বাক্ষর জাল। দশমিনা থানায় অবহিত করলে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।’
দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মোফাজ্জেল হোসেন বলেন, ‘সুপার এর আগেও আমাদের টিউশন ফি, এমপি মহোদয়ের মাদ্রাসা উন্নয়নের টাকা সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলন করে আত্মসাৎ করেন। আজ একই কাজ করতে গিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে ধরা খায়। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
দক্ষিণ আরোজবেগী দাখিল মাদ্রাসার সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন মোবাইল ফোনে জানান, ‘সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে এমন কাজ করে আসছেন। আমাকে না বলে মাদ্রাসার সাধারণ তহবিলে থাকা টাকা আত্মসাৎ করার জন্য এভাবে ১৫-১৬টি চেক দিয়ে আমার স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করেছেন।’
সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন আরও বলেন, ‘আজ অগ্রণী ব্যাংক দশমিনা শাখা ব্যবস্থাপক আমাকে ফোন করে বিষয়টি জানান। তিনি দশমিনা থানা হেফাজতে আছেন। কমিটির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, অগ্রণী ব্যাংক দশমিনা উপজেলা শাখার ব্যবস্থাপক বেলা ১টার দিকে ফোন করে বিষয়টি জানান। থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেনকে পাঠিয়ে মাদ্রাসা সুপারিনটেনডেন্ট মোশারফ হোসেনকে চেকসহ থানা হেফাজতে আনা হয়। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
৩৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৪৩ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে