Ajker Patrika

নিম্নচাপের প্রভাবে কলাপাড়ায় উত্তাল সাগর, থেমে থেমে বৃষ্টি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৫: ০৫
নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় উত্তাল বঙ্গোপসাগর। ছবি: আজকের পত্রিকা
নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় উত্তাল বঙ্গোপসাগর। ছবি: আজকের পত্রিকা

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। চাপ বেড়েছে বাতাসের।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলীয় এলাকায় নিম্নচাপ অবস্থান করছে। এর প্রভাবে গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন নিম্ন আয়ের শ্রমজীবীরা।

এদিকে নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে। পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া পটুয়াখালীসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় এসব নদীবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়। বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছধরা ট্রলারের মাঝিদের উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সমুদ্রে মাছ ধরার সব নৌকা, ট্রলারের জেলেদের সতর্কতার সঙ্গে সাগরে মাছ ধরতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত