পঞ্চগড় প্রতিনিধি

ঘনকুয়াশার কারণে পঞ্চগড়ের আকাশে গত দুদিন সূর্যের দেখা মেলেনি। জেলায় বইছে ঠান্ডা বাতাস। এতে জনজীবন স্থবির হয়ে পড়ে। তবে, আজ রোববার সকালে কুয়াশার ফাঁক গলে সূর্যের আলো দেখা গেছে। স্বস্তিতে ফিরেছে মানুষ।
আজ সকাল ৯টায় জেলার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়। গতকাল শনিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সূর্যের আলো পেয়ে শিশু-কিশোররা মনের আনন্দে উচ্ছ্বসিত হয়ে খেলাধুলায় মেতে ওঠে। মানুষ তাঁদের প্রয়োজনীয় শীতের কাপড়চোপড় রোদে শুকাতে ঘর থেকে বের করে সূর্যের আলোতে দিতে শুরু করে।
পঞ্চগড় সদর উপজেলার গলেহা এলাকার বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, গত দুই দিন সূর্যের দেখা ছিল না। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা ছিল অনেক বেশি। একাধিক জামা পরতে হয়েছে শীত নিবারণের জন্য। কাঁথা-বালিশ-লেপ-কম্বল সবকিছু ঠান্ডা ছিল। আজ রোদ ওঠাতে এখন গরম করার জন্য বের করেছি। হাত-পা সবকিছু হিম ছিল এই কয়দিন। সূর্য ওঠাতে এখন ভালো লাগছে।
তালমা এলাকার পাথর শ্রমিক জ্যোৎস্না রানী বলেন, গত দুই দিন খুব ঠান্ডা ছিল। আজকে রোদ উঠেছে ভালো লাগছে। ওই দুই দিন কাজ করতে খুব কষ্ট হইছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গত দুই দিন ঘন কুয়াশায় সূর্যের আলো ভূপৃষ্ঠে আসতে না পারায় বেশি শীত অনুভূত হয়েছে। আজ সকাল সকাল সূর্য উঠেছে।

ঘনকুয়াশার কারণে পঞ্চগড়ের আকাশে গত দুদিন সূর্যের দেখা মেলেনি। জেলায় বইছে ঠান্ডা বাতাস। এতে জনজীবন স্থবির হয়ে পড়ে। তবে, আজ রোববার সকালে কুয়াশার ফাঁক গলে সূর্যের আলো দেখা গেছে। স্বস্তিতে ফিরেছে মানুষ।
আজ সকাল ৯টায় জেলার তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায়। গতকাল শনিবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সূর্যের আলো পেয়ে শিশু-কিশোররা মনের আনন্দে উচ্ছ্বসিত হয়ে খেলাধুলায় মেতে ওঠে। মানুষ তাঁদের প্রয়োজনীয় শীতের কাপড়চোপড় রোদে শুকাতে ঘর থেকে বের করে সূর্যের আলোতে দিতে শুরু করে।
পঞ্চগড় সদর উপজেলার গলেহা এলাকার বাসিন্দা আনোয়ারা বেগম বলেন, গত দুই দিন সূর্যের দেখা ছিল না। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা ছিল অনেক বেশি। একাধিক জামা পরতে হয়েছে শীত নিবারণের জন্য। কাঁথা-বালিশ-লেপ-কম্বল সবকিছু ঠান্ডা ছিল। আজ রোদ ওঠাতে এখন গরম করার জন্য বের করেছি। হাত-পা সবকিছু হিম ছিল এই কয়দিন। সূর্য ওঠাতে এখন ভালো লাগছে।
তালমা এলাকার পাথর শ্রমিক জ্যোৎস্না রানী বলেন, গত দুই দিন খুব ঠান্ডা ছিল। আজকে রোদ উঠেছে ভালো লাগছে। ওই দুই দিন কাজ করতে খুব কষ্ট হইছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গত দুই দিন ঘন কুয়াশায় সূর্যের আলো ভূপৃষ্ঠে আসতে না পারায় বেশি শীত অনুভূত হয়েছে। আজ সকাল সকাল সূর্য উঠেছে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
৩৭ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
৪০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে