তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কয়েকটি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পোস্টার লাগানোর নির্দেশনা ভঙ্গের দায়ে সাতজন চেয়ারম্যান প্রার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া শালবাহান ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলামকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত প্রার্থীরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাসুদ করিম সিদ্দিকী (নৌকা প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইনছান আলী (আনারস প্রতীক), শালবাহান ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মতিয়ার রহমান (চশমা প্রতীক), দেবনগর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ডাবলু (নৌকা প্রতীক), একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম (আনারস প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন উল হক (মোটরসাইকেল প্রতীক)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনের আচরণবিধিতে পোস্টার লাগানো বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে। যেমন কারও দেওয়ালে পোস্টার লাগানো যাবে না, পোস্টারের মাপ অনুযায়ী সঠিকভাবে পোস্টার লাগানো, পোস্টার ঝুলিয়ে দিতে হবে, বিলবোর্ড লাগানো যাবে না। এসব নির্দেশনা না মানার কারণে এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যতে সঠিক মাপে সঠিক জায়গায় পোস্টার লাগানোর জন্য সতর্ক করা হয়। সেই সঙ্গে ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের যথাযথভাবে আচরণবিধি মানতে সচেতন করা হয়।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শেখ জাবের আহমেদ বলেন, আসন্ন ইউপি নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এখন শুধু জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আচরণবিধি ভঙ্গকারী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি ভঙ্গকারী কোনো প্রার্থীকেই ছাড় দেওয়া হবে না। এ ছাড়া এই ইউপি নির্বাচনকে ঘিরে কেউ যদি কোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত থাকে এবং নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত ব্যক্তিদের কোনো প্রকার বাঁধা সৃষ্টি করে তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, তেঁতুলিয়া উপজেলায় সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আচরণবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে কঠোরভাবে। অভিযানে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী হোসেনসহ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কয়েকটি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পোস্টার লাগানোর নির্দেশনা ভঙ্গের দায়ে সাতজন চেয়ারম্যান প্রার্থীকে পাঁচ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া শালবাহান ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলামকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল শনিবার নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ দিনব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত প্রার্থীরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাসুদ করিম সিদ্দিকী (নৌকা প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইনছান আলী (আনারস প্রতীক), শালবাহান ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মতিয়ার রহমান (চশমা প্রতীক), দেবনগর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ডাবলু (নৌকা প্রতীক), একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম (আনারস প্রতীক) এবং স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন উল হক (মোটরসাইকেল প্রতীক)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনের আচরণবিধিতে পোস্টার লাগানো বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে। যেমন কারও দেওয়ালে পোস্টার লাগানো যাবে না, পোস্টারের মাপ অনুযায়ী সঠিকভাবে পোস্টার লাগানো, পোস্টার ঝুলিয়ে দিতে হবে, বিলবোর্ড লাগানো যাবে না। এসব নির্দেশনা না মানার কারণে এ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের ভবিষ্যতে সঠিক মাপে সঠিক জায়গায় পোস্টার লাগানোর জন্য সতর্ক করা হয়। সেই সঙ্গে ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের যথাযথভাবে আচরণবিধি মানতে সচেতন করা হয়।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শেখ জাবের আহমেদ বলেন, আসন্ন ইউপি নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এখন শুধু জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আচরণবিধি ভঙ্গকারী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি ভঙ্গকারী কোনো প্রার্থীকেই ছাড় দেওয়া হবে না। এ ছাড়া এই ইউপি নির্বাচনকে ঘিরে কেউ যদি কোনো অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত থাকে এবং নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত ব্যক্তিদের কোনো প্রকার বাঁধা সৃষ্টি করে তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, তেঁতুলিয়া উপজেলায় সাতটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে আচরণবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে কঠোরভাবে। অভিযানে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী হোসেনসহ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ মিনিট আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩১ মিনিট আগে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রতিবছর সুন্দরবনে অনেক বন্য প্রাণী মারা যায়। এসব প্রাকৃতিক দুর্যোগে বন্য প্রাণীদের নিরাপদে রাখতে বানানো হয়েছে সাতটি টাইগার টিলা (উঁচু কিল্লা)। বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বানানো হয়েছে। এ ছাড়া টিলার পাশে বন্য প্রাণীদের সুপেয় পানি সরবরাহে খনন করা হয়েছে মিষ্টি পানির পুকুর।
৩৬ মিনিট আগে
দীর্ঘ ২৮ বছরের অচলাবস্থা কাটিয়ে ২০ জানুয়ারিতে হতে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে যেন শঙ্কা কাটছে না। নির্বাচনে দুবার তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত করা শেষে এখন ভোট গ্রহণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
৩৮ মিনিট আগে