Ajker Patrika

পেটে খিদা রেখে সুন্দর রাজনৈতিক কালচারের সম্ভাবনা ক্ষীণ: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি 
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৬: ৩০
পেটে খিদা রেখে সুন্দর রাজনৈতিক কালচারের সম্ভাবনা ক্ষীণ: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘পেটের যে খিদা, সেটি যদি মানুষের ঠিকমতো মিটে, তাহলে রাজনীতিটা সুন্দর হবে। পেটে খিদা রেখে সুন্দর রাজনৈতিক কালচার নিয়ে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।’ আজ শনিবার পঞ্চগড় সদর উপজেলায় জেলা প্রশাসন ইকোপার্কে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশ-ভারত দুটি পাশাপাশি প্রতিবেশী দেশ। কখনো এই দুটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আমরা এটা প্রত্যাশা করি না। কিন্তু ভারত বাংলাদেশকে কীভাবে ডিল করছে, কোন চোখে দেখছে, এই জিনিসগুলোই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কগুলো নির্ধারণ করবে। কোনো কিছু কখনো থেমে থাকে না।’

সারজিস আলম বলেন, ‘আমরা মনে করি, আমাদের কেউ যদি অনৈতিকভাবে অযৌক্তিক কোনো কিছুর সুবিধা থেকে বঞ্চিত করে, দেশ হিসেবে বাংলাদেশ তার অপশন খুঁজে নেবে। এখন এই গ্লোবাল ওয়ার্ল্ডে সবকিছুরই কোনো না কোনো বিকল্প একটি অপশন রয়েছে।’

সারজিস আরও বলেন, ‘পৃথিবীর বড় বড় পরাশক্তি বিভিন্ন সুযোগ-সুবিধা বন্ধ করে দিয়ে অনেককে চেপে ধরার চেষ্টা করেছিল। কিন্তু দিন শেষে ওই ছোট ছোট শক্তি আরও বিকল্প অনেক পথের মধ্য দিয়ে অনেক শক্তিশালী হয়েছে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত