শাহীন রহমান, পাবনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার আংশিক) মনোনয়নপ্রত্যাশী ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তবে তাঁকে পাবনা-৩ আসনের প্রার্থী হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন কথা জানিয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।
ফেসবুক পোস্টে হাসান জাফির তুহিন লেখেন, ‘প্রিয় পাবনা-২ (সুজানগর-বেড়া) এর আমার অগণিত নেতা-কর্মী, শুভাকাঙক্ষী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থার জন্য আমি চিরঋণী। ছাত্ররাজনীতির পর থেকেই আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পৈতৃক নিবাস পাবনা-২ আসনকে কেন্দ্র করেই করে আসছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে কাজ করতে বলা হয়েছে।
‘আমি জানি, এই সিদ্ধান্ত আপনাদের অনেককেই দারুণভাবে ব্যথিত করবে। আপনারা আমাকে যেভাবে আগলে রেখেছেন, ভালোবেসেছেন, সমর্থন জুগিয়েছেন, তা সত্যিই আমার আগামীর পথ চলার শক্তি।
‘আমি স্পষ্ট করে বলতে চাই, দলের বৃহত্তর স্বার্থে নির্বাচনের আসন বদলালেও আপনাদের সাথে আমার হৃদয়ের যে সম্পর্ক, তার এতটুকু ব্যত্যয় হবে না। আমি আজীবন পাবনা-২-এর গণমানুষের সাথেই ছিলাম, আছি, থাকব ইনশা আল্লাহ। এখানকার মাটি, মানুষ, নেতা-কর্মী আমার আত্মার অংশ। সারা দেশের কৃষক দলের নেতা-কর্মীদের মতো আমার ভালোবাসায় যুক্ত হলো পাবনা-৩-এর গণমানুষ। আমি বিশ্বাস করি, আমরা একসাথে দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আরও শক্তিশালী হব। আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কর্মসূচি পালন করি।’
তবে এ বিষয়ে কথা বলার জন্য কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের মোবাইল নম্বরে গতকাল রাতে ও আজ দুপুরে কয়েক দফা কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও জবাব মেলেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা-৩ সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখের বেশি। এর মধ্যে চাটমোহর উপজেলায় মোট ভোটার তিন লাখের বেশি। আর ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে মোট ভোটার প্রায় আড়াই লাখ। এই সংসদীয় আসনে ভোটার বেশি চাটমোহর উপজেলায়। দুই উপজেলা মিলিয়ে (ভাঙ্গুড়া-ফরিদপুর) যে ভোটার, তার চেয়েও ৫০ হাজার বেশি ভোটার চাটমোহর উপজেলায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার আংশিক) মনোনয়নপ্রত্যাশী ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তবে তাঁকে পাবনা-৩ আসনের প্রার্থী হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন কথা জানিয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।
ফেসবুক পোস্টে হাসান জাফির তুহিন লেখেন, ‘প্রিয় পাবনা-২ (সুজানগর-বেড়া) এর আমার অগণিত নেতা-কর্মী, শুভাকাঙক্ষী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থার জন্য আমি চিরঋণী। ছাত্ররাজনীতির পর থেকেই আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পৈতৃক নিবাস পাবনা-২ আসনকে কেন্দ্র করেই করে আসছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে কাজ করতে বলা হয়েছে।
‘আমি জানি, এই সিদ্ধান্ত আপনাদের অনেককেই দারুণভাবে ব্যথিত করবে। আপনারা আমাকে যেভাবে আগলে রেখেছেন, ভালোবেসেছেন, সমর্থন জুগিয়েছেন, তা সত্যিই আমার আগামীর পথ চলার শক্তি।
‘আমি স্পষ্ট করে বলতে চাই, দলের বৃহত্তর স্বার্থে নির্বাচনের আসন বদলালেও আপনাদের সাথে আমার হৃদয়ের যে সম্পর্ক, তার এতটুকু ব্যত্যয় হবে না। আমি আজীবন পাবনা-২-এর গণমানুষের সাথেই ছিলাম, আছি, থাকব ইনশা আল্লাহ। এখানকার মাটি, মানুষ, নেতা-কর্মী আমার আত্মার অংশ। সারা দেশের কৃষক দলের নেতা-কর্মীদের মতো আমার ভালোবাসায় যুক্ত হলো পাবনা-৩-এর গণমানুষ। আমি বিশ্বাস করি, আমরা একসাথে দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আরও শক্তিশালী হব। আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কর্মসূচি পালন করি।’
তবে এ বিষয়ে কথা বলার জন্য কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের মোবাইল নম্বরে গতকাল রাতে ও আজ দুপুরে কয়েক দফা কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও জবাব মেলেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা-৩ সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখের বেশি। এর মধ্যে চাটমোহর উপজেলায় মোট ভোটার তিন লাখের বেশি। আর ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে মোট ভোটার প্রায় আড়াই লাখ। এই সংসদীয় আসনে ভোটার বেশি চাটমোহর উপজেলায়। দুই উপজেলা মিলিয়ে (ভাঙ্গুড়া-ফরিদপুর) যে ভোটার, তার চেয়েও ৫০ হাজার বেশি ভোটার চাটমোহর উপজেলায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে