শাহীন রহমান, পাবনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার আংশিক) মনোনয়নপ্রত্যাশী ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তবে তাঁকে পাবনা-৩ আসনের প্রার্থী হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন কথা জানিয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।
ফেসবুক পোস্টে হাসান জাফির তুহিন লেখেন, ‘প্রিয় পাবনা-২ (সুজানগর-বেড়া) এর আমার অগণিত নেতা-কর্মী, শুভাকাঙক্ষী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থার জন্য আমি চিরঋণী। ছাত্ররাজনীতির পর থেকেই আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পৈতৃক নিবাস পাবনা-২ আসনকে কেন্দ্র করেই করে আসছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে কাজ করতে বলা হয়েছে।
‘আমি জানি, এই সিদ্ধান্ত আপনাদের অনেককেই দারুণভাবে ব্যথিত করবে। আপনারা আমাকে যেভাবে আগলে রেখেছেন, ভালোবেসেছেন, সমর্থন জুগিয়েছেন, তা সত্যিই আমার আগামীর পথ চলার শক্তি।
‘আমি স্পষ্ট করে বলতে চাই, দলের বৃহত্তর স্বার্থে নির্বাচনের আসন বদলালেও আপনাদের সাথে আমার হৃদয়ের যে সম্পর্ক, তার এতটুকু ব্যত্যয় হবে না। আমি আজীবন পাবনা-২-এর গণমানুষের সাথেই ছিলাম, আছি, থাকব ইনশা আল্লাহ। এখানকার মাটি, মানুষ, নেতা-কর্মী আমার আত্মার অংশ। সারা দেশের কৃষক দলের নেতা-কর্মীদের মতো আমার ভালোবাসায় যুক্ত হলো পাবনা-৩-এর গণমানুষ। আমি বিশ্বাস করি, আমরা একসাথে দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আরও শক্তিশালী হব। আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কর্মসূচি পালন করি।’
তবে এ বিষয়ে কথা বলার জন্য কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের মোবাইল নম্বরে গতকাল রাতে ও আজ দুপুরে কয়েক দফা কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও জবাব মেলেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা-৩ সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখের বেশি। এর মধ্যে চাটমোহর উপজেলায় মোট ভোটার তিন লাখের বেশি। আর ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে মোট ভোটার প্রায় আড়াই লাখ। এই সংসদীয় আসনে ভোটার বেশি চাটমোহর উপজেলায়। দুই উপজেলা মিলিয়ে (ভাঙ্গুড়া-ফরিদপুর) যে ভোটার, তার চেয়েও ৫০ হাজার বেশি ভোটার চাটমোহর উপজেলায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার আংশিক) মনোনয়নপ্রত্যাশী ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তবে তাঁকে পাবনা-৩ আসনের প্রার্থী হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন কথা জানিয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন।
ফেসবুক পোস্টে হাসান জাফির তুহিন লেখেন, ‘প্রিয় পাবনা-২ (সুজানগর-বেড়া) এর আমার অগণিত নেতা-কর্মী, শুভাকাঙক্ষী, ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থার জন্য আমি চিরঋণী। ছাত্ররাজনীতির পর থেকেই আমি আমার রাজনৈতিক কর্মকাণ্ড আমার পৈতৃক নিবাস পাবনা-২ আসনকে কেন্দ্র করেই করে আসছি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে কাজ করতে বলা হয়েছে।
‘আমি জানি, এই সিদ্ধান্ত আপনাদের অনেককেই দারুণভাবে ব্যথিত করবে। আপনারা আমাকে যেভাবে আগলে রেখেছেন, ভালোবেসেছেন, সমর্থন জুগিয়েছেন, তা সত্যিই আমার আগামীর পথ চলার শক্তি।
‘আমি স্পষ্ট করে বলতে চাই, দলের বৃহত্তর স্বার্থে নির্বাচনের আসন বদলালেও আপনাদের সাথে আমার হৃদয়ের যে সম্পর্ক, তার এতটুকু ব্যত্যয় হবে না। আমি আজীবন পাবনা-২-এর গণমানুষের সাথেই ছিলাম, আছি, থাকব ইনশা আল্লাহ। এখানকার মাটি, মানুষ, নেতা-কর্মী আমার আত্মার অংশ। সারা দেশের কৃষক দলের নেতা-কর্মীদের মতো আমার ভালোবাসায় যুক্ত হলো পাবনা-৩-এর গণমানুষ। আমি বিশ্বাস করি, আমরা একসাথে দেশের গণতন্ত্র, উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আরও শক্তিশালী হব। আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কর্মসূচি পালন করি।’
তবে এ বিষয়ে কথা বলার জন্য কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের মোবাইল নম্বরে গতকাল রাতে ও আজ দুপুরে কয়েক দফা কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও জবাব মেলেনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা-৩ সংসদীয় আসনে মোট ভোটার ৫ লাখের বেশি। এর মধ্যে চাটমোহর উপজেলায় মোট ভোটার তিন লাখের বেশি। আর ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে মোট ভোটার প্রায় আড়াই লাখ। এই সংসদীয় আসনে ভোটার বেশি চাটমোহর উপজেলায়। দুই উপজেলা মিলিয়ে (ভাঙ্গুড়া-ফরিদপুর) যে ভোটার, তার চেয়েও ৫০ হাজার বেশি ভোটার চাটমোহর উপজেলায়।

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
১৩ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
১৪ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে সড়কে গাছ ফেলে একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগে