ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বাংলাদেশে আনা এই অত্যাধুনিক মেশিনে শতভাগ ত্রুটিমুক্ত ভোট গ্রহণ সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ রোববার পাবনার ঈশ্বরদীতে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যাঁরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা এই মেশিন পরীক্ষা করে দেখতে পারেন। বাংলাদেশে আনা এই অত্যাধুনিক মেশিনে শতভাগ ত্রুটিমুক্ত ভোট গ্রহণ সম্ভব। তবে ইভিএমের বিষয়ে কারও কারও আস্থার সংকট রয়েছে।’
সিইসি আরও বলেন, ‘রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বোঝাপড়ায় যদি গ্যাপ থাকে, তাহলে আপনারা আলোচনার মাধ্যমে সেটাকে সমাধান করে নিয়ে নির্বাচনে আসেন। নির্বাচনে যদি কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে নির্বাচন হয়তো অংশগ্রহণমূলক হবে না।’
নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা বলে এসেছি অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কথা। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কিন্তু সকল বিষয় আমাদের নিয়ন্ত্রণে নয়, কিছু কিছু দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের। অনুকূল পরিবেশ হলে নির্বাচনটা স্বস্তিদায়ক ও সহজভাবে আয়োজন করতে পারি। বড় রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ভোটের আগে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এই আবেদন আমার পক্ষ থেকে করেছি।’
এর আগে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন ছাড়া কখনো গণতন্ত্র হয় না, নির্বাচনই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে। রাজতন্ত্রকে কখনো গণতন্ত্রের ঊর্ধ্বে স্থান দিতে পারি না। এই গণতন্ত্রকে যদি সত্যিকার অর্থে চর্চা করতে হয়, তাহলে সদিচ্ছা লাগবে, রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও সেটা ধারণ করার বিষয় আছে।’
সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা নির্বাচন করব সংবিধান অনুযায়ী। একইভাবে আমাদের প্রত্যাশা থাকবে প্রধানতম রাজনৈতিক দলগুলো যেন অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করে।’
কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প কর্মকর্তা অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমরা সেদিনের অপেক্ষায় আছি, যেদিন ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে না, বাড়িতে বসে ই-পদ্ধতিতে ভোটাররা ভোট দেবেন।’
রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন বলেন, ‘নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়। নির্বাচনে আমাদের প্রতি যে দায়িত্ব অর্পণ করা হয়, তা আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে পালন করে থাকি।’
পাবনা জেলা প্রশাসক রাসেল বিশ্বাস হোসেন বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থা ঝুঁকি কমিয়ে দিয়েছে।’
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেন, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
স্বাগত বক্তব্য দেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার কর্মশালায় যোগ দিতে শনিবার রাতেই সড়কপথে ঈশ্বরদীর পাকশীতে এসে রাত যাপন করেন। গতকাল সকাল ১০টার পর তিনি ঈশ্বরদীতে কর্মশালায় এসে যোগ দেন। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। কর্মশালায় রাজশাহী বিভাগের ৮ জেলার ৩০ জন নির্বাচন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে আনা এই অত্যাধুনিক মেশিনে শতভাগ ত্রুটিমুক্ত ভোট গ্রহণ সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ রোববার পাবনার ঈশ্বরদীতে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যাঁরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা এই মেশিন পরীক্ষা করে দেখতে পারেন। বাংলাদেশে আনা এই অত্যাধুনিক মেশিনে শতভাগ ত্রুটিমুক্ত ভোট গ্রহণ সম্ভব। তবে ইভিএমের বিষয়ে কারও কারও আস্থার সংকট রয়েছে।’
সিইসি আরও বলেন, ‘রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বোঝাপড়ায় যদি গ্যাপ থাকে, তাহলে আপনারা আলোচনার মাধ্যমে সেটাকে সমাধান করে নিয়ে নির্বাচনে আসেন। নির্বাচনে যদি কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে নির্বাচন হয়তো অংশগ্রহণমূলক হবে না।’
নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা বলে এসেছি অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কথা। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কিন্তু সকল বিষয় আমাদের নিয়ন্ত্রণে নয়, কিছু কিছু দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের। অনুকূল পরিবেশ হলে নির্বাচনটা স্বস্তিদায়ক ও সহজভাবে আয়োজন করতে পারি। বড় রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ভোটের আগে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এই আবেদন আমার পক্ষ থেকে করেছি।’
এর আগে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন ছাড়া কখনো গণতন্ত্র হয় না, নির্বাচনই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে। রাজতন্ত্রকে কখনো গণতন্ত্রের ঊর্ধ্বে স্থান দিতে পারি না। এই গণতন্ত্রকে যদি সত্যিকার অর্থে চর্চা করতে হয়, তাহলে সদিচ্ছা লাগবে, রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও সেটা ধারণ করার বিষয় আছে।’
সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা নির্বাচন করব সংবিধান অনুযায়ী। একইভাবে আমাদের প্রত্যাশা থাকবে প্রধানতম রাজনৈতিক দলগুলো যেন অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করে।’
কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প কর্মকর্তা অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমরা সেদিনের অপেক্ষায় আছি, যেদিন ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে না, বাড়িতে বসে ই-পদ্ধতিতে ভোটাররা ভোট দেবেন।’
রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন বলেন, ‘নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়। নির্বাচনে আমাদের প্রতি যে দায়িত্ব অর্পণ করা হয়, তা আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে পালন করে থাকি।’
পাবনা জেলা প্রশাসক রাসেল বিশ্বাস হোসেন বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থা ঝুঁকি কমিয়ে দিয়েছে।’
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেন, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
স্বাগত বক্তব্য দেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার কর্মশালায় যোগ দিতে শনিবার রাতেই সড়কপথে ঈশ্বরদীর পাকশীতে এসে রাত যাপন করেন। গতকাল সকাল ১০টার পর তিনি ঈশ্বরদীতে কর্মশালায় এসে যোগ দেন। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। কর্মশালায় রাজশাহী বিভাগের ৮ জেলার ৩০ জন নির্বাচন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে