পাবনা প্রতিনিধি

পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও বৈচিত্র্যের মাধ্যমে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে বিশ্বভ্রমণে বের হয়েছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা ২১ বছর বয়সী যুবক রোহান আগরওয়াল। বাংলাদেশের ৬৩টি জেলা ভ্রমণ শেষ করে তিনি গতকাল রোববার রাতে পাবনায় এসে পৌঁছান।
এর আগে নেপালের কিছু অংশ এবং ভারতের ২৭টি রাজ্য ঘুরে সাত মাস আগে বাংলাদেশে আসেন রোহান আগরওয়াল। পায়ে হেঁটে এবং কিছু সময় অন্যের যানবাহনে করে বাংলাদেশের ৬৩টি জেলা ভ্রমণ শেষ করেন এ যুবক।
আজ সোমবার সকালে রোহান আগরওয়াল পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় স্কুলের পরিচালক জহিরুল ইসলামসহ অন্য শিক্ষকেরা তাঁকে স্বাগত জানান।
পরে রোহান আগরওয়াল স্কুলের ছাত্রছাত্রীদের প্লাস্টিক ব্যবহারের বিপজ্জনক প্রভাব সম্পর্কে ধারণা দেন এবং প্লাস্টিক পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। পরে তিনি জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
স্কুলের পরিচালক জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশ নিয়ে তার যে চিন্তা সেটি পুরো পৃথিবীর জন্য একটি ইতিবাচক বিষয়। আমরা সবাই যদি তার ধারণাকে গ্রহণ ও বাস্তবায়ন করতে পারি তাহলে পৃথিবী বদলে যাবে। পলিথিনের বিপজ্জনক প্রভাব থেকে পৃথিবীর পরিবেশ রক্ষা পাবে।’
বিশ্বভ্রমণে বের হওয়া যুবক রোহান আগরওয়াল বলেন, ‘আমি হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছি। বাংলাদেশের সব জেলা ভ্রমণ শেষে আমি সর্বশেষ পাবনা জেলায় এসেছি। কখনো হেঁটে, কখনো কারও মাধ্যমে সহযোগিতা নিয়ে আমি এ ভ্রমণ করছি।’
রোহান আরও বলেন, ‘আমার ভ্রমণের উদ্দেশ্য পলিথিনের বিপজ্জনক প্রভাব থেকে পরিবেশকে বাঁচানোর বার্তা সবার কাছে পৌঁছানো। আমি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ ভ্রমণ শেষে আমি মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, হংকং, মঙ্গোলিয়া, রাশিয়া, সাইবেরিয়াসহ বিভিন্ন দেশের উদ্দেশে বের হব।’ পরিবেশ সংরক্ষণে রোহান আগরওয়ালের এই ভ্রমণকে সবাই সাধুবাদ জানান।

পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও বৈচিত্র্যের মাধ্যমে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে বিশ্বভ্রমণে বের হয়েছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা ২১ বছর বয়সী যুবক রোহান আগরওয়াল। বাংলাদেশের ৬৩টি জেলা ভ্রমণ শেষ করে তিনি গতকাল রোববার রাতে পাবনায় এসে পৌঁছান।
এর আগে নেপালের কিছু অংশ এবং ভারতের ২৭টি রাজ্য ঘুরে সাত মাস আগে বাংলাদেশে আসেন রোহান আগরওয়াল। পায়ে হেঁটে এবং কিছু সময় অন্যের যানবাহনে করে বাংলাদেশের ৬৩টি জেলা ভ্রমণ শেষ করেন এ যুবক।
আজ সোমবার সকালে রোহান আগরওয়াল পাবনা শহরের শালগাড়িয়া এলাকায় আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। এ সময় স্কুলের পরিচালক জহিরুল ইসলামসহ অন্য শিক্ষকেরা তাঁকে স্বাগত জানান।
পরে রোহান আগরওয়াল স্কুলের ছাত্রছাত্রীদের প্লাস্টিক ব্যবহারের বিপজ্জনক প্রভাব সম্পর্কে ধারণা দেন এবং প্লাস্টিক পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। পরে তিনি জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
স্কুলের পরিচালক জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশ নিয়ে তার যে চিন্তা সেটি পুরো পৃথিবীর জন্য একটি ইতিবাচক বিষয়। আমরা সবাই যদি তার ধারণাকে গ্রহণ ও বাস্তবায়ন করতে পারি তাহলে পৃথিবী বদলে যাবে। পলিথিনের বিপজ্জনক প্রভাব থেকে পৃথিবীর পরিবেশ রক্ষা পাবে।’
বিশ্বভ্রমণে বের হওয়া যুবক রোহান আগরওয়াল বলেন, ‘আমি হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছি। বাংলাদেশের সব জেলা ভ্রমণ শেষে আমি সর্বশেষ পাবনা জেলায় এসেছি। কখনো হেঁটে, কখনো কারও মাধ্যমে সহযোগিতা নিয়ে আমি এ ভ্রমণ করছি।’
রোহান আরও বলেন, ‘আমার ভ্রমণের উদ্দেশ্য পলিথিনের বিপজ্জনক প্রভাব থেকে পরিবেশকে বাঁচানোর বার্তা সবার কাছে পৌঁছানো। আমি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও জনপ্রতিনিধিদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশ ভ্রমণ শেষে আমি মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, হংকং, মঙ্গোলিয়া, রাশিয়া, সাইবেরিয়াসহ বিভিন্ন দেশের উদ্দেশে বের হব।’ পরিবেশ সংরক্ষণে রোহান আগরওয়ালের এই ভ্রমণকে সবাই সাধুবাদ জানান।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
২৯ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
৪১ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে