পাবনা প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ বুধবার বেলা ২টার পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। বেলা সাড়ে ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে দমকা বাতাস।
এদিকে বৃষ্টিতে বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছে। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটেছে। কেউবা ছাতা নিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছে।
বিকেল ৪টার দিকে শহরের শহীদ চত্বরে দেখা যায়, কয়েকজন গৃহবধূ শিশুদের প্রাইভেট পড়াতে নিয়ে যাচ্ছেন। বৃষ্টিতে আটকা পড়ে আশ্রয় নিয়েছেন পাশের দোকানের বারান্দায়। অনেক শিক্ষার্থীকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে। রিকশাচালকেরা পলিথিন জড়িয়ে রিকশা চালাচ্ছেন।
রাধানগর মহল্লার সালমা আক্তার নামের এক গৃহবধূ বলেন, ‘দেখলাম আকাশে মেঘ। মনে হলো বৃষ্টি হতে দেরি হবে। এর মধ্যে মেয়েটার কোচিং শেষ হয়ে যাবে। কিন্তু পথে আটকে গেলাম।’
কাজ শেষে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন দিনমজুর ময়নাল হোসেন। বললেন, ‘বৃষ্টি আসলে আর কী করার আছে। আমাদের ঝড়ই কী, আর বৃষ্টিই বা কী। কাজ করেই খেতে হবে। কাজ না করলে পেটে ভাত জুটবে না। তাই বৃষ্টিতে ভিজেই কাজ করলাম। এখন বাড়ি যাচ্ছি।’
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে নিম্নচাপ শুরু হয়েছে। এ জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ রকম আরও দুই-তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পাবনা অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা নেই।’
নাজমুল হক আরও বলেন, ‘আজ পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বৃষ্টির পরিমাপ জানা যাবে।’

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ বুধবার বেলা ২টার পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। বেলা সাড়ে ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে দমকা বাতাস।
এদিকে বৃষ্টিতে বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছে। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটেছে। কেউবা ছাতা নিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছে।
বিকেল ৪টার দিকে শহরের শহীদ চত্বরে দেখা যায়, কয়েকজন গৃহবধূ শিশুদের প্রাইভেট পড়াতে নিয়ে যাচ্ছেন। বৃষ্টিতে আটকা পড়ে আশ্রয় নিয়েছেন পাশের দোকানের বারান্দায়। অনেক শিক্ষার্থীকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে। রিকশাচালকেরা পলিথিন জড়িয়ে রিকশা চালাচ্ছেন।
রাধানগর মহল্লার সালমা আক্তার নামের এক গৃহবধূ বলেন, ‘দেখলাম আকাশে মেঘ। মনে হলো বৃষ্টি হতে দেরি হবে। এর মধ্যে মেয়েটার কোচিং শেষ হয়ে যাবে। কিন্তু পথে আটকে গেলাম।’
কাজ শেষে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন দিনমজুর ময়নাল হোসেন। বললেন, ‘বৃষ্টি আসলে আর কী করার আছে। আমাদের ঝড়ই কী, আর বৃষ্টিই বা কী। কাজ করেই খেতে হবে। কাজ না করলে পেটে ভাত জুটবে না। তাই বৃষ্টিতে ভিজেই কাজ করলাম। এখন বাড়ি যাচ্ছি।’
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে নিম্নচাপ শুরু হয়েছে। এ জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ রকম আরও দুই-তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পাবনা অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা নেই।’
নাজমুল হক আরও বলেন, ‘আজ পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বৃষ্টির পরিমাপ জানা যাবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে