বেড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার বেড়া পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা অ্যাডভোকেট আশিফ শামস রঞ্জন ২১ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও চাচা আব্দুল বাতেন পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট।
অপর তিন প্রার্থী মাসুদ ৩ হাজার ৪৭৯, কেএম আব্দুল্লাহ ৮১৭ এবং সাদিয়া আলম ২২৫ ভোট পেয়েছেন। নির্বাচনে শতকরা ৭০ ভাগ ভোটার ভোট দিয়েছেন।
আজ রোববার কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়। তবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হওয়ায় ভোটাররা চরম ভোগান্তিতে পড়েন। কেন্দ্রে কেন্দ্রে বিপুলসংখ্যক মহিলা ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। নির্ধারিত সময়ের পরেও সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রে উপস্থিত ভোটারদের ভোট নেওয়া হয়।
তবে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, ইভিএমের মাধ্যমে ভোট প্রদানে সহায়তার নামে ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দানে বাধ্য করেছেন নির্বাচন কর্মকর্তারা। এ ছাড়া ভোটকেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।
এ সকল অভিযোগ অস্বীকার করে বিজয়ী প্রার্থী রঞ্জন বলেন, ‘তাঁরা শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে থেকেছেন। পরাজিত হয়ে তাঁদের এমন দাবি হাস্যকর। জনগণ তাদের আহ্বানে সাড়া দেননি। তাঁরা শান্তির জন্য নৌকা প্রতীককে বেছে নিয়েছেন।’
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, ‘নির্বাচনে অনিয়মের কোন লিখিত অভিযোগ কোন প্রার্থীর নিকট থেকে পায়নি। যেটুকু মৌখিক অভিযোগ প্রার্থীরা করেছেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

পাবনার বেড়া পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা অ্যাডভোকেট আশিফ শামস রঞ্জন ২১ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও চাচা আব্দুল বাতেন পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট।
অপর তিন প্রার্থী মাসুদ ৩ হাজার ৪৭৯, কেএম আব্দুল্লাহ ৮১৭ এবং সাদিয়া আলম ২২৫ ভোট পেয়েছেন। নির্বাচনে শতকরা ৭০ ভাগ ভোটার ভোট দিয়েছেন।
আজ রোববার কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়। তবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হওয়ায় ভোটাররা চরম ভোগান্তিতে পড়েন। কেন্দ্রে কেন্দ্রে বিপুলসংখ্যক মহিলা ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। নির্ধারিত সময়ের পরেও সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রে উপস্থিত ভোটারদের ভোট নেওয়া হয়।
তবে স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, ইভিএমের মাধ্যমে ভোট প্রদানে সহায়তার নামে ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দানে বাধ্য করেছেন নির্বাচন কর্মকর্তারা। এ ছাড়া ভোটকেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।
এ সকল অভিযোগ অস্বীকার করে বিজয়ী প্রার্থী রঞ্জন বলেন, ‘তাঁরা শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে থেকেছেন। পরাজিত হয়ে তাঁদের এমন দাবি হাস্যকর। জনগণ তাদের আহ্বানে সাড়া দেননি। তাঁরা শান্তির জন্য নৌকা প্রতীককে বেছে নিয়েছেন।’
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, ‘নির্বাচনে অনিয়মের কোন লিখিত অভিযোগ কোন প্রার্থীর নিকট থেকে পায়নি। যেটুকু মৌখিক অভিযোগ প্রার্থীরা করেছেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে বয়স্ক, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছে।
১৭ মিনিট আগে
উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পুকুরে ডুবে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় সেই ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছে এক শিক্ষার্থী। মো. তাহাসিন নামের ওই শিক্ষার্থী উদ্ভাবন করেছে ‘চাইল্ড সেফটি ডিভাইস’ নামের একটি বিশেষ যন্ত্র, যা পানিতে ডুবে গেলেই শিশুর অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে সংকেত পাঠাবে।
২২ মিনিট আগে
গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
১ ঘণ্টা আগে