সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়া নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ২১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যার দিকে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা হারুন ও তার ভাই জুয়েলের নেতৃত্বে ৪০/৪৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাগডেমড়া ইউপির বর্তমান চেয়ারম্যান হাফিজের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির জানালার গ্লাসসহ আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরসহ নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলাকারীদের বাধা দিতে গিয়ে চেয়ারম্যানে মা সাজেদা খাতুন (৭০), বাবা ইউনুস মোল্লাা (৭৫), চাচা আলতাব মোল্লা, ভাবি হাসি বেগমসহ কয়েকজনকে মারপিটের শিকার হন।
সাজেদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করে ঘরে যাচ্ছি এমন সময় লাঠিসোঁটা নিয়ে ৩/৪জন হাফিজের কথা জিজ্ঞাসা করতেই গালিগালাজ করে আমাকে মারপিট করে। এতে আমি অজ্ঞান হয়ে পড়ি।’ আমার হাতটা ভেঙে দিয়েছে বলে হাউমাউ করে কেঁদে ফেলেন এই বয়সী বৃদ্ধা।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘হাফিজ আমার পরিষদের একজন সদস্য। আমি বিষয়টা শুনেছি এবং মর্মাহত হয়েছি।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি করছি।’
অন্যদিকে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘শোনা কথা-গত শনিবার বিকেলে সোনাতলাতে জামায়াত–বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল ছিল। মিছিলটি বর্তমান চেয়ারম্যান হাফিজের বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় ওই বাড়ি থেকে ইট–পাটকেল মারে। এ সময় বিক্ষুব্ধ জনতা ওখানে গেছে কিনা আমি জানি না। আমি তখন সোনাতলা বাজারে সাঁথিয়া থানার এএসআই শাহানুরের সঙ্গে ছিলাম।’
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ভাঙচুরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে কারা ভাঙচুর করেছে।’

পাবনার সাঁথিয়া নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ২১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যার দিকে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা হারুন ও তার ভাই জুয়েলের নেতৃত্বে ৪০/৪৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাগডেমড়া ইউপির বর্তমান চেয়ারম্যান হাফিজের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির জানালার গ্লাসসহ আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরসহ নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলাকারীদের বাধা দিতে গিয়ে চেয়ারম্যানে মা সাজেদা খাতুন (৭০), বাবা ইউনুস মোল্লাা (৭৫), চাচা আলতাব মোল্লা, ভাবি হাসি বেগমসহ কয়েকজনকে মারপিটের শিকার হন।
সাজেদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করে ঘরে যাচ্ছি এমন সময় লাঠিসোঁটা নিয়ে ৩/৪জন হাফিজের কথা জিজ্ঞাসা করতেই গালিগালাজ করে আমাকে মারপিট করে। এতে আমি অজ্ঞান হয়ে পড়ি।’ আমার হাতটা ভেঙে দিয়েছে বলে হাউমাউ করে কেঁদে ফেলেন এই বয়সী বৃদ্ধা।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘হাফিজ আমার পরিষদের একজন সদস্য। আমি বিষয়টা শুনেছি এবং মর্মাহত হয়েছি।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি করছি।’
অন্যদিকে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘শোনা কথা-গত শনিবার বিকেলে সোনাতলাতে জামায়াত–বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল ছিল। মিছিলটি বর্তমান চেয়ারম্যান হাফিজের বাড়ির কাছ দিয়ে যাওয়ার সময় ওই বাড়ি থেকে ইট–পাটকেল মারে। এ সময় বিক্ষুব্ধ জনতা ওখানে গেছে কিনা আমি জানি না। আমি তখন সোনাতলা বাজারে সাঁথিয়া থানার এএসআই শাহানুরের সঙ্গে ছিলাম।’
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ভাঙচুরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে কারা ভাঙচুর করেছে।’

জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১৩ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১৬ মিনিট আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
২৩ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনের নিচতলার একটি দেয়াল ভেঙে তাঁদের উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে