বেড়া (পাবনা) প্রতিনিধি

এসি (এয়ারকন্ডিশনার) কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে নেওয়া টাকা ফেরত দিলেন বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে এসে আদায়কৃত টাকা ফেরত দেওয়া হয়।
জানা যায়, গতকাল রোববার ওই বিদ্যালয়ে এসি কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে টাকা আদায় করা হয়। প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে ৬০-১০০ টাকা করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রচারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনেও তোলপাড় সৃষ্টি হয়েছে।
ফলে আজ বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে নিয়ে আদায়কৃত টাকা ফেরত দেন।
অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলেন, টিকা প্রদানের নামে টাকা আদায়কে আমরা ইতিবাচক হিসেবে গ্রহণ করিনি। এ কারণে বিষয়টি নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলাম। টাকা ফেরত পাওয়াতে আমরা খুশি হয়েছি। অনিয়মের বিরুদ্ধে এটি আমাদের প্রতিবাদ ছিল।
ঢালারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, ছাত্রছাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা ও অনেকের সঙ্গে আলোচনা করে টাকা আদায় করা হয়েছিল। বিষয়টির নেতিবাচক প্রভাব নিয়ে আমি ভাবিনি। এ ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, আমি টাকা আদায়ের সত্যতা পেয়েছি। তাই জরুরিভাবে আজকের মধ্যেই শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
টাকা ফেরত দেওয়ার সময় উপস্থিত ছিলেন-বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দরা।

এসি (এয়ারকন্ডিশনার) কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে নেওয়া টাকা ফেরত দিলেন বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে এসে আদায়কৃত টাকা ফেরত দেওয়া হয়।
জানা যায়, গতকাল রোববার ওই বিদ্যালয়ে এসি কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে টাকা আদায় করা হয়। প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে ৬০-১০০ টাকা করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রচারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনেও তোলপাড় সৃষ্টি হয়েছে।
ফলে আজ বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে নিয়ে আদায়কৃত টাকা ফেরত দেন।
অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলেন, টিকা প্রদানের নামে টাকা আদায়কে আমরা ইতিবাচক হিসেবে গ্রহণ করিনি। এ কারণে বিষয়টি নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলাম। টাকা ফেরত পাওয়াতে আমরা খুশি হয়েছি। অনিয়মের বিরুদ্ধে এটি আমাদের প্রতিবাদ ছিল।
ঢালারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, ছাত্রছাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা ও অনেকের সঙ্গে আলোচনা করে টাকা আদায় করা হয়েছিল। বিষয়টির নেতিবাচক প্রভাব নিয়ে আমি ভাবিনি। এ ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, আমি টাকা আদায়ের সত্যতা পেয়েছি। তাই জরুরিভাবে আজকের মধ্যেই শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
টাকা ফেরত দেওয়ার সময় উপস্থিত ছিলেন-বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দরা।

শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১৭ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা। এটি বাস্তবায়নের জন্য এখন চীনের সম্মতির অপেক্ষা। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র চীনের কাছে পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
এবার প্রাণনাশের হুমকির কথা জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। তিনি জানান, গতকাল শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
৪০ মিনিট আগে
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সুন্দর সমাজ চাইলে, নতুন প্রজন্মের সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ চাইলে সংস্কারের পক্ষে থাকতে হবে। সংস্কারের পক্ষে থাকলেই দেশ বদলানো যাবে। দেশটাকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।
১ ঘণ্টা আগে