পাবনা ও বেড়া প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলার সাবেক সাংসদের বাড়ির পাশে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই স্কুলশিক্ষার্থী আহত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সম্পর্কে ভাই-বোন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুই শিশু হলো, উপজেলার জাতসাকিনী ইউনিয়নের চরকান্দি গ্রামের দিলীপ সুত্রধরের ছেলে অভি (১২) ও মেয়ে মন্দিরা (১০)। তারা নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, নাটিয়াবাড়ি এলাকায় স্থানীয় সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সামনে প্রাচীরের দেয়াল ঘেঁষে কে বা কারা কাপড়ে পেঁচিয়ে একটি ককটেল ফেলে রেখেছিল। দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে টেনিস বল মনে করে অভি পরিত্যক্ত ককটেলকে লাথি দেয়। এরপর সেটি প্রাচীরের দেয়ালে লেগে বিস্ফোরিত হয় এবং দুজন গুরুতর আহত হয়।
ককটেল বিস্ফোরণের শব্দে এবং তাদের চিৎকারে শুনে স্থানীয়রা ছুটে আসে। এরপর তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ বিষয়ে পাবনা-২ আসনের সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার জেরে এবং নগরবাড়ি ঘাট দখল নিতে আমাকে ভয় দেখাতে আমার বাড়ির পাশে ককটেল রাখা হয়েছিল। আমি অবিলম্বে এই ককটেল হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
সাবেক সাংসদ আরও বলেন, ‘ইতিপূর্বে বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল্লাহর বাড়িতে গুলির ঘটনাকে যদি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হতো, তাহলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না।’
এদিকে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। কারা, কি উদ্দেশ্যে সাবেক সাংসদের বাড়ির প্রাচীরের দেয়াল ঘেঁষে ককটেল রেখেছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পাবনার বেড়া উপজেলার সাবেক সাংসদের বাড়ির পাশে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই স্কুলশিক্ষার্থী আহত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সম্পর্কে ভাই-বোন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুই শিশু হলো, উপজেলার জাতসাকিনী ইউনিয়নের চরকান্দি গ্রামের দিলীপ সুত্রধরের ছেলে অভি (১২) ও মেয়ে মন্দিরা (১০)। তারা নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, নাটিয়াবাড়ি এলাকায় স্থানীয় সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সামনে প্রাচীরের দেয়াল ঘেঁষে কে বা কারা কাপড়ে পেঁচিয়ে একটি ককটেল ফেলে রেখেছিল। দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে টেনিস বল মনে করে অভি পরিত্যক্ত ককটেলকে লাথি দেয়। এরপর সেটি প্রাচীরের দেয়ালে লেগে বিস্ফোরিত হয় এবং দুজন গুরুতর আহত হয়।
ককটেল বিস্ফোরণের শব্দে এবং তাদের চিৎকারে শুনে স্থানীয়রা ছুটে আসে। এরপর তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
এ বিষয়ে পাবনা-২ আসনের সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজু বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার জেরে এবং নগরবাড়ি ঘাট দখল নিতে আমাকে ভয় দেখাতে আমার বাড়ির পাশে ককটেল রাখা হয়েছিল। আমি অবিলম্বে এই ককটেল হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
সাবেক সাংসদ আরও বলেন, ‘ইতিপূর্বে বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল্লাহর বাড়িতে গুলির ঘটনাকে যদি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হতো, তাহলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না।’
এদিকে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। কারা, কি উদ্দেশ্যে সাবেক সাংসদের বাড়ির প্রাচীরের দেয়াল ঘেঁষে ককটেল রেখেছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের দফায় দফায় সংঘর্ষে উপজেলা বিএনপির প্রচার সম্পাদকসহ দুই পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় বিএনপি সমর্থকদের চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আজ সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা ও মুন্সিরহাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
৩২ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
৩৫ মিনিট আগে