বেড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারত অবস্থায় প্রতারক সন্দেহে তিন যুবককে আটক করেছে থানা-পুলিশ। আজ রোববার দুপুরে বেড়া পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্টে ও খাদ্য বিপণিতে জরিমানা করে টাকা আদায়কালে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আবির হোসেন মিম (২৯), আজিজুল হক (২৫) ও মেহেদি হাসান (১৯)। আটক ব্যক্তিরা বগুড়া জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তাঁদের থানায় রাখা হয়েছে। আটকের সময় তাঁদের সঙ্গে ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ-২৫ ৯১০৬) পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, রোববার দুপুরে উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী বিভাগীয় উপপরিচালক পরিচয় দিয়ে তারা অভিযানে নামে। তাঁরা ভুয়া ম্যাজিস্ট্রেট পৌর শহরের গোধূলি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দোকানের বিভিন্ন পণ্যের অস্বস্তিকর পরিবেশন ও পণ্যের মোড়কে মেয়াদ না থাকার অভিযোগ তুলে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে তাঁরা শাপলা ফুড অ্যান্ড বেকারিতে অভিযান চালিয়ে সেখানে কেকের মোড়কের মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগ তুলে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এভাবে বনলতা সুইটমিট থেকে ১০ হাজার টাকা ও অন্য কয়েকটি খাদ্যপণ্যের দোকান থেকে বিভিন্ন পরিমাণ টাকা আদায় করেন। এ সময় তাঁদের কথাবার্তায় অসংগতিপূর্ণ ভাব প্রকাশ পেলে সঙ্গীয় পুলিশদের সন্দেহ হয়। তারা বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তাঁদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তাঁরা নিজেদের ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী জোনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দাবি করছেন।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, আটক ব্যক্তি নিজেকে উপসহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী জোনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে থানার ফোর্সের সহায়তা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাতে থাকেন। এ সময় বেশ কয়েকটি খাদ্যপণ্যের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ও করেন। এ সময় কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে তারা তাঁকে জানান, পরে তাঁদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিষয়ে জানতে ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনা জেলা অফিসে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে বিষয়টি নিশ্চিত করবেন যে আটককৃতরা ভুয়া কিনা।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, তাঁদের বিষয়ে নিশ্চিত হলে এবং ওই সকল প্রতিষ্ঠান থেকে লিখিত অভিযোগ পেলে মামলা হবে।

পাবনার বেড়া উপজেলায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনারত অবস্থায় প্রতারক সন্দেহে তিন যুবককে আটক করেছে থানা-পুলিশ। আজ রোববার দুপুরে বেড়া পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্টে ও খাদ্য বিপণিতে জরিমানা করে টাকা আদায়কালে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আবির হোসেন মিম (২৯), আজিজুল হক (২৫) ও মেহেদি হাসান (১৯)। আটক ব্যক্তিরা বগুড়া জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তাঁদের থানায় রাখা হয়েছে। আটকের সময় তাঁদের সঙ্গে ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ-২৫ ৯১০৬) পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীরা বলেন, রোববার দুপুরে উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী বিভাগীয় উপপরিচালক পরিচয় দিয়ে তারা অভিযানে নামে। তাঁরা ভুয়া ম্যাজিস্ট্রেট পৌর শহরের গোধূলি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দোকানের বিভিন্ন পণ্যের অস্বস্তিকর পরিবেশন ও পণ্যের মোড়কে মেয়াদ না থাকার অভিযোগ তুলে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে তাঁরা শাপলা ফুড অ্যান্ড বেকারিতে অভিযান চালিয়ে সেখানে কেকের মোড়কের মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগ তুলে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এভাবে বনলতা সুইটমিট থেকে ১০ হাজার টাকা ও অন্য কয়েকটি খাদ্যপণ্যের দোকান থেকে বিভিন্ন পরিমাণ টাকা আদায় করেন। এ সময় তাঁদের কথাবার্তায় অসংগতিপূর্ণ ভাব প্রকাশ পেলে সঙ্গীয় পুলিশদের সন্দেহ হয়। তারা বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তাঁদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। তাঁরা নিজেদের ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী জোনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দাবি করছেন।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, আটক ব্যক্তি নিজেকে উপসহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী জোনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে থানার ফোর্সের সহায়তা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাতে থাকেন। এ সময় বেশ কয়েকটি খাদ্যপণ্যের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ও করেন। এ সময় কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে তারা তাঁকে জানান, পরে তাঁদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিষয়ে জানতে ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনা জেলা অফিসে খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে বিষয়টি নিশ্চিত করবেন যে আটককৃতরা ভুয়া কিনা।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, তাঁদের বিষয়ে নিশ্চিত হলে এবং ওই সকল প্রতিষ্ঠান থেকে লিখিত অভিযোগ পেলে মামলা হবে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১০ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২৪ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগে