কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মুছাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থকদের মধ্যে আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থক সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন হেঞ্জু (৫০), যুবলীগ নেতা কামরুল ইসলাম (৩০), ফার্মেসি ব্যবসায়ী হাসান (২৫), রিয়াজ (৩০), বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক মোজাম্মেল হোসেন খোকন মেম্বার (৫০), সোহেল (৩৫), বাহাদুর (২৫)। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় বিরোধের জেরে মুছাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সেটি পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষের সময় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে বাংলাবাজারে থমথমে ভাব বিরাজ করছে। এ ঘটনার সময় মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন ঢাকায় অবস্থান করছেন বলে তাঁরা মুঠোফোনে নিশ্চিত করেন।
মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন অভিযোগ বরে বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক আহসান উল্যাহ ভুট্টো মেম্বার ও আবদুর রহিম বাবুল মেম্বারের উপস্থিতিতে ও ইন্ধনে সাবেক মেম্বার মোজাম্মেল হোসেন খোকনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তার সমর্থকদের ওপর হামলা করে।
অন্যদিকে বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী জানান, সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন হেঞ্জুর সালিশ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বাজারের কলা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা চাইতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ফোর্সসহ আমি ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। মুছাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থকদের মধ্যে আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থক সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন হেঞ্জু (৫০), যুবলীগ নেতা কামরুল ইসলাম (৩০), ফার্মেসি ব্যবসায়ী হাসান (২৫), রিয়াজ (৩০), বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক মোজাম্মেল হোসেন খোকন মেম্বার (৫০), সোহেল (৩৫), বাহাদুর (২৫)। আহতদের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় বিরোধের জেরে মুছাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীনের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সেটি পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। সংঘর্ষের সময় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে বাংলাবাজারে থমথমে ভাব বিরাজ করছে। এ ঘটনার সময় মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন ঢাকায় অবস্থান করছেন বলে তাঁরা মুঠোফোনে নিশ্চিত করেন।
মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন অভিযোগ বরে বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর সমর্থক আহসান উল্যাহ ভুট্টো মেম্বার ও আবদুর রহিম বাবুল মেম্বারের উপস্থিতিতে ও ইন্ধনে সাবেক মেম্বার মোজাম্মেল হোসেন খোকনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী তার সমর্থকদের ওপর হামলা করে।
অন্যদিকে বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলী জানান, সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন হেঞ্জুর সালিশ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বাজারের কলা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা চাইতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ফোর্সসহ আমি ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১৩ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৫ মিনিট আগে