Ajker Patrika

নোয়াখালীতে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৩, ১৪: ৩৫
নোয়াখালীতে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার 

নোয়াখালীর কবিরহাটে জাল টাকাসহ শিহাব (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

আজ রোববার গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে নতুন শাহজীরহাট বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিহাব মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামের বাবুলের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামের পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় থাকেন। 

পুলিশ জানায়, কবিরহাট পৌর এলাকার নতুন শাহজীরহাট বাজারের দোকানে এক ব্যক্তি জাল টাকা দেওয়ার সংবাদে এমন অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল টাকা চক্রের দু-তিনজন সদস্য পালিয়ে গেলেও শিহাবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহে তল্লাশি চালিয়ে ১ হাজার টাকার ২৯টি জাল নোট জব্দ করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার যুবক আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন এলাকার হাটবাজারে জাল টাকা ব্যবহার করে আসছেন। তিনি ওই চক্রের একজন সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে ঢাকার শ্যামপুর, যাত্রাবাড়ীসহ বেশ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

বেনজীরের ফ্ল্যাট থেকে জব্দ ২৪৬ ধরনের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এবার দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম ‘সাময়িক বন্ধ’ করল বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ