নোয়াখালী প্রতিনিধি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ শাহাদাত হোসেন শাওনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া সর্দারপাড়া এলাকার শাওনের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের উপস্থিতিতে কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় সেনবাগ সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কামাল উদ্দিন, সেনবাগ থানার পুলিশ পরিদর্শক হযরত আলী মিলন, স্থানীয় কেশারাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন, যাত্রাবাড়ী থানার এসআই ইমরান হোসেন, সিআইডির একটি দল উপস্থিত ছিলেন।
শহীদ শাহাদাত হোসেন শাওন উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া সর্দারপাড়ার বাছির আলমের ছেলে। চার ভাই, এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। সে ঢাকার যাত্রাবাড়ীতে একটি মাদ্রাসার ছাত্র ছিল।
শাওনের বাবা বাছির আলম বলেন, ‘৫ আগস্ট বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিলে অংশগ্রহণ করেছিল আমার ছেলে। এ সময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হয় সে। তার মাথায় গুলি লেগেছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলে পুলিশের গুলিতে নিহত হয়েছে, এটা সবাই জানে। ঘটনাটি তদন্ত করলে সঠিক কারণ বেরিয়ে আসবে। আমার ছেলের হত্যায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ এ ঘটনায় ২০২৪ সালে বাছির আলম বাদী হয়ে প্রথমে আদালতে, পরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করেন। দুটি মামলায় ৮২ জনের নাম উল্লেখ করা হয় বলে জানান তিনি।
দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত শাহাদাত হোসেন শাওনের মরদেহ উত্তোলন করা হয়েছে।’

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ শাহাদাত হোসেন শাওনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২৬ মে) দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া সর্দারপাড়া এলাকার শাওনের পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের উপস্থিতিতে কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। এ সময় সেনবাগ সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কামাল উদ্দিন, সেনবাগ থানার পুলিশ পরিদর্শক হযরত আলী মিলন, স্থানীয় কেশারাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমন, যাত্রাবাড়ী থানার এসআই ইমরান হোসেন, সিআইডির একটি দল উপস্থিত ছিলেন।
শহীদ শাহাদাত হোসেন শাওন উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া সর্দারপাড়ার বাছির আলমের ছেলে। চার ভাই, এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। সে ঢাকার যাত্রাবাড়ীতে একটি মাদ্রাসার ছাত্র ছিল।
শাওনের বাবা বাছির আলম বলেন, ‘৫ আগস্ট বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে মিছিলে অংশগ্রহণ করেছিল আমার ছেলে। এ সময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হয় সে। তার মাথায় গুলি লেগেছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই তাকে দাফন করা হয়।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলে পুলিশের গুলিতে নিহত হয়েছে, এটা সবাই জানে। ঘটনাটি তদন্ত করলে সঠিক কারণ বেরিয়ে আসবে। আমার ছেলের হত্যায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ এ ঘটনায় ২০২৪ সালে বাছির আলম বাদী হয়ে প্রথমে আদালতে, পরে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করেন। দুটি মামলায় ৮২ জনের নাম উল্লেখ করা হয় বলে জানান তিনি।
দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত শাহাদাত হোসেন শাওনের মরদেহ উত্তোলন করা হয়েছে।’

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২১ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২৪ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩৩ মিনিট আগে