প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ ও চাটখিল উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নোয়াখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালে এক, হোম আইসোলেশনে দুই ও ঢাকা নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১৫২। এদিকে জেলায় নতুন করে আরও ১৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৬৮ শতাংশ। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
ডা. মাসুম ইফতেখার জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলার বেগমগঞ্জে দুই ও চাটখিল উপজেলায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৪৯৫টি নমুনা পরীক্ষা করে ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৩০৩। এর মধ্যে মারা গেছেন ১৫২ আর সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৫৩ জন রোগী। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৩৯৯ জন। শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৮০ জন রোগী। জেলায় সংক্রমণের হার কমাতে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। জনসচেতনতায় মাইকিং ও প্রচার–প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে লকডাউনের শুরু থেকে জেলায় কঠোরতা থাকলেও বর্তমানে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। পৌর এলাকায় মানুষের উপস্থিতি কম থাকলেও বাইরের বাজারগুলোতে মানুষের উপস্থিতি লক্ষ করার মতো। সড়কে বেড়েছে মানুষ ও যানবাহন। গ্রামাঞ্চলের বেশির ভাগ দোকানপাট খোলা। মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর ও স্কাউটের সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। লকডাউন অমান্য করায় বৃহস্পতিবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম খান জানান, লকডাউন কার্যকর ও জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে জেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযানকালে আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯১টি মামলায় ৬৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নোয়াখালীর বেগমগঞ্জ ও চাটখিল উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নোয়াখালীর কোভিড ডেডিকেটেড হাসপাতালে এক, হোম আইসোলেশনে দুই ও ঢাকা নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১৫২। এদিকে জেলায় নতুন করে আরও ১৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৬৮ শতাংশ। আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
ডা. মাসুম ইফতেখার জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলার বেগমগঞ্জে দুই ও চাটখিল উপজেলায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৪৯৫টি নমুনা পরীক্ষা করে ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৩০৩। এর মধ্যে মারা গেছেন ১৫২ আর সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৫৩ জন রোগী। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৪ হাজার ৩৯৯ জন। শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৮০ জন রোগী। জেলায় সংক্রমণের হার কমাতে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। জনসচেতনতায় মাইকিং ও প্রচার–প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে লকডাউনের শুরু থেকে জেলায় কঠোরতা থাকলেও বর্তমানে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। পৌর এলাকায় মানুষের উপস্থিতি কম থাকলেও বাইরের বাজারগুলোতে মানুষের উপস্থিতি লক্ষ করার মতো। সড়কে বেড়েছে মানুষ ও যানবাহন। গ্রামাঞ্চলের বেশির ভাগ দোকানপাট খোলা। মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর ও স্কাউটের সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। লকডাউন অমান্য করায় বৃহস্পতিবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৩ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম খান জানান, লকডাউন কার্যকর ও জনগণকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে জেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযানকালে আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯১টি মামলায় ৬৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
২৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে