নোয়াখালী প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘এই রাষ্ট্র সবার, রাষ্ট্রের মালিক জনগণ। ৫ আগস্টের আন্দোলনের পর মানুষ ভেবেছিল, তারা রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে। কিন্তু সেই আশা ধরে রাখা সম্ভব হয়নি। আমাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ এটাকে বড় করে দেখছেন, কেউ ছোট করে। তবে আমি মনে করি, এই মতপার্থক্য দূর করা কঠিন কিছু নয়। আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতোই আবারও ঐক্যবদ্ধ হতে হবে।’
বুধবার সন্ধ্যায় নোয়াখালীর মফিজ প্লাজার সামনে জেলা বিএনপির আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শাহজাহান বলেন, ‘রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া উপায় নেই। আর তখনই রাষ্ট্র প্রকৃত অর্থে জনগণের হবে।’
বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি কখনো ক্ষমতার রাজনীতি করে না, বিএনপি জনগণের রাজনীতি করে। আওয়ামীবিরোধী আন্দোলনে আমাদের দলের নেতা–কর্মীরা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা তাঁদের কাছে দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আমাদের দল শাসক হতে চায় না, সেবক হতে চায়। আমরা চাই, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’
নেতা-কর্মীদের উদ্দেশে শাহজাহান বলেন, ‘আপনাদের আবেগ ও ভালোবাসাপূর্ণ উপস্থিতির জন্য সদর ও সুবর্ণচর উপজেলার সব নেতা–কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব। আপনাদের দোয়া ও ভালোবাসার প্রতিদান আমি কখনো দিতে পারব না, তবে আজীবন জনগণের পাশে থাকার চেষ্টা করব।’
পথসভায় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘এই রাষ্ট্র সবার, রাষ্ট্রের মালিক জনগণ। ৫ আগস্টের আন্দোলনের পর মানুষ ভেবেছিল, তারা রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে। কিন্তু সেই আশা ধরে রাখা সম্ভব হয়নি। আমাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ এটাকে বড় করে দেখছেন, কেউ ছোট করে। তবে আমি মনে করি, এই মতপার্থক্য দূর করা কঠিন কিছু নয়। আমাদের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতোই আবারও ঐক্যবদ্ধ হতে হবে।’
বুধবার সন্ধ্যায় নোয়াখালীর মফিজ প্লাজার সামনে জেলা বিএনপির আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
শাহজাহান বলেন, ‘রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া উপায় নেই। আর তখনই রাষ্ট্র প্রকৃত অর্থে জনগণের হবে।’
বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি কখনো ক্ষমতার রাজনীতি করে না, বিএনপি জনগণের রাজনীতি করে। আওয়ামীবিরোধী আন্দোলনে আমাদের দলের নেতা–কর্মীরা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা তাঁদের কাছে দায়বদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আমাদের দল শাসক হতে চায় না, সেবক হতে চায়। আমরা চাই, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হোক। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’
নেতা-কর্মীদের উদ্দেশে শাহজাহান বলেন, ‘আপনাদের আবেগ ও ভালোবাসাপূর্ণ উপস্থিতির জন্য সদর ও সুবর্ণচর উপজেলার সব নেতা–কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব। আপনাদের দোয়া ও ভালোবাসার প্রতিদান আমি কখনো দিতে পারব না, তবে আজীবন জনগণের পাশে থাকার চেষ্টা করব।’
পথসভায় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সোমবার ভোরে বাবুল মিয়ার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা বাইরে থেকে লাগানো দেখতে পান। তাঁর ডাকে পরিবারের অন্য সদস্যরা জেগে ওঠেন। বাবলু মিয়ার ছোট ছেলে ঘরে গিয়ে বিছানায় তার মায়ের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পান। তবে ঘরে বা বাড়িতে বাবলু মিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
১৩ মিনিট আগে
নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
১ ঘণ্টা আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে