সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ওই এলাকার দুই ইউপি সদস্যের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার বিকেলে সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর (ছিলোনীয়ায়) এ ঘটনা ঘটে। সন্ধ্যায় সেনবাগ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, সেনবাগ থানার সহকারী পরিদর্শক (এসআই) আল আমিন, উপপরিদর্শক (এএসআই) শ্রীবাস চন্দ্র দে, কনস্টেবল রনি বড়ুয়া, গ্রাম পুলিশ আবদুল মন্নান, গ্রাম পুলিশ সুজন পাল।
এদিকে পলাতক আসামির নাম মনির হোসেন (৩৫)। তিনি বাবুপুর শ্রীপুরের (ছিলোনীয়া) নুর মোহাম্মদ প্রকাশ রুকু মিয়ার ছেলে।
এদিকে ঘটনার দিন রাতেই পুলিশের কয়েকটি টিম বিভিন্ন স্থানে অভিযান চালায়। রাত ৩টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চাদপুর থেকে হাতকড়াসহ পলাতক আসামি মনির হোসেনকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আজ রোববার দুপুরে আসামি মনির হোসেনকে নোয়াখালীর আদালতে পাঠানো হয়েছে।
আহত সহকারী পরিদর্শক আল আমিন আজকের পত্রিকাকে জানান, তেজগাঁও থানার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক মনির হোসেনকে স্থানীয় ইসহাক মিয়ার চা দোকান থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য মহিন উদ্দিন ও তাঁর স্ত্রী সংরক্ষিত আসনের মেম্বার হোসনেয়ারার নেতৃত্বে ৪০ / ৫০ জন উচ্ছৃঙ্খল লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামিকে ছিনিয়ে নেন। দুজন প্রতিনিধি পুলিশকে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় কার পারমিশনে পুলিশ এ এলাকায় এসেছেন জানতে চান তাঁরা।
স্থানীয় একাধিক সূত্র আজকের পত্রিকাকে জানান, সেনবাগের উত্তর জনপদের মাদক সম্রাজ্ঞী হোসনেয়ারার নেতৃত্বে মাদক কেনা-বেচাসহ নানা অপরাধ গড়ে উঠেছে। স্থানীয় লোকজন এ ব্যাপারে মানববন্ধন করলে একাধিকবার হোসনেয়ারাকে গ্রেপ্তার করা হয়। পরে জেল থেকে বের হয়ে মহিন উদ্দিন কসাই মহিনকে বিয়ে করেন হোসনেয়ারা। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর ওয়ার্ড থেকে সাধারণ ও সংরক্ষিত আসনে তাঁরা স্বামী-স্ত্রী দুজনই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারি আজকের পত্রিকাকে জানান, পুলিশের কর্তব্য কাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার অপরাধে ১০ জন নামীয়সহ অজ্ঞাত ২৫ / ৩০ জনকে আসামি করে সেনবাগ থানায় মামলা করা হয়েছে।

নোয়াখালীর সেনবাগে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ওই এলাকার দুই ইউপি সদস্যের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। এতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার বিকেলে সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর (ছিলোনীয়ায়) এ ঘটনা ঘটে। সন্ধ্যায় সেনবাগ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, সেনবাগ থানার সহকারী পরিদর্শক (এসআই) আল আমিন, উপপরিদর্শক (এএসআই) শ্রীবাস চন্দ্র দে, কনস্টেবল রনি বড়ুয়া, গ্রাম পুলিশ আবদুল মন্নান, গ্রাম পুলিশ সুজন পাল।
এদিকে পলাতক আসামির নাম মনির হোসেন (৩৫)। তিনি বাবুপুর শ্রীপুরের (ছিলোনীয়া) নুর মোহাম্মদ প্রকাশ রুকু মিয়ার ছেলে।
এদিকে ঘটনার দিন রাতেই পুলিশের কয়েকটি টিম বিভিন্ন স্থানে অভিযান চালায়। রাত ৩টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চাদপুর থেকে হাতকড়াসহ পলাতক আসামি মনির হোসেনকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। আজ রোববার দুপুরে আসামি মনির হোসেনকে নোয়াখালীর আদালতে পাঠানো হয়েছে।
আহত সহকারী পরিদর্শক আল আমিন আজকের পত্রিকাকে জানান, তেজগাঁও থানার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক মনির হোসেনকে স্থানীয় ইসহাক মিয়ার চা দোকান থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য মহিন উদ্দিন ও তাঁর স্ত্রী সংরক্ষিত আসনের মেম্বার হোসনেয়ারার নেতৃত্বে ৪০ / ৫০ জন উচ্ছৃঙ্খল লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হাতকড়া পরিহিত আসামিকে ছিনিয়ে নেন। দুজন প্রতিনিধি পুলিশকে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় কার পারমিশনে পুলিশ এ এলাকায় এসেছেন জানতে চান তাঁরা।
স্থানীয় একাধিক সূত্র আজকের পত্রিকাকে জানান, সেনবাগের উত্তর জনপদের মাদক সম্রাজ্ঞী হোসনেয়ারার নেতৃত্বে মাদক কেনা-বেচাসহ নানা অপরাধ গড়ে উঠেছে। স্থানীয় লোকজন এ ব্যাপারে মানববন্ধন করলে একাধিকবার হোসনেয়ারাকে গ্রেপ্তার করা হয়। পরে জেল থেকে বের হয়ে মহিন উদ্দিন কসাই মহিনকে বিয়ে করেন হোসনেয়ারা। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর শ্রীপুর ওয়ার্ড থেকে সাধারণ ও সংরক্ষিত আসনে তাঁরা স্বামী-স্ত্রী দুজনই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারি আজকের পত্রিকাকে জানান, পুলিশের কর্তব্য কাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় পরোয়ানাভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার অপরাধে ১০ জন নামীয়সহ অজ্ঞাত ২৫ / ৩০ জনকে আসামি করে সেনবাগ থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৫ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১২ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
২৪ মিনিট আগে