হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে আবারও সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন দলীয় কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তমরদ্দি বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—সোহেল উদ্দিন (৩০), রুবেল (২৫), মো. রনি (২৬), এরশাদ (৩৫) ও পয়েল (২৫)। তাঁরা সবাই তমরদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আঠার বেকী গ্রামের বাসিন্দা এবং সাবেক সভাপতি তানভির হায়দারের অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির দুই গ্রুপ—সাবেক সভাপতি তানভির হায়দার ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার রাতে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কোপে পাঁচজন আহত হন।
আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক ডা. শিহাব উদ্দিন জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে, কয়েকজনের শরীর নিস্তেজ হয়ে পড়েছিল রক্তক্ষরণে। চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
তমরদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভির হায়দার অভিযোগ করেন, ‘এ হামলার সঙ্গে আলমগীর কবিরের লোকজন জড়িত। এর আগেও ঈদ পুনর্মিলনীতে আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি।’
তবে অভিযুক্ত আলমগীর কবির বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো কর্মী জড়িত নয়। এটি একটি সাজানো অভিযোগ।’
এ বিষয়ে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ‘বিএনপির দুই পক্ষের মধ্যে পুরোনো বিরোধ থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগেও মামলা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের শনাক্তে অভিযান চলছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময়ও হামলার শিকার হন বিএনপির একই পক্ষের কর্মীরা। তখন অন্তত ২৫ জন আহত হন এবং দুটি মামলা দায়ের করা হয়।

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে আবারও সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন দলীয় কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তমরদ্দি বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—সোহেল উদ্দিন (৩০), রুবেল (২৫), মো. রনি (২৬), এরশাদ (৩৫) ও পয়েল (২৫)। তাঁরা সবাই তমরদ্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আঠার বেকী গ্রামের বাসিন্দা এবং সাবেক সভাপতি তানভির হায়দারের অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, বিএনপির দুই গ্রুপ—সাবেক সভাপতি তানভির হায়দার ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার রাতে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি কোপে পাঁচজন আহত হন।
আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক ডা. শিহাব উদ্দিন জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে, কয়েকজনের শরীর নিস্তেজ হয়ে পড়েছিল রক্তক্ষরণে। চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
তমরদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তানভির হায়দার অভিযোগ করেন, ‘এ হামলার সঙ্গে আলমগীর কবিরের লোকজন জড়িত। এর আগেও ঈদ পুনর্মিলনীতে আমাদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায় মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি।’
তবে অভিযুক্ত আলমগীর কবির বলেন, ‘ঘটনার সঙ্গে আমার কোনো কর্মী জড়িত নয়। এটি একটি সাজানো অভিযোগ।’
এ বিষয়ে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, ‘বিএনপির দুই পক্ষের মধ্যে পুরোনো বিরোধ থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগেও মামলা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের শনাক্তে অভিযান চলছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময়ও হামলার শিকার হন বিএনপির একই পক্ষের কর্মীরা। তখন অন্তত ২৫ জন আহত হন এবং দুটি মামলা দায়ের করা হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে