প্রতিনিধি, হাতিয়া

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় চার দিন পর হাতিয়া থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে হাতিয়ার বিভিন্ন ঘাট থেকে যাত্রীবাহী ট্রলারগুলো নির্দিষ্ট রুটে ছেড়ে যায়। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় গত রোববার সকাল থেকে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
সরেজমিন নলচিরা ঘাটে গিয়ে দেখা যায়, গত চার দিন ওই রুটে যাত্রী পারাপার বন্ধ ছিল। ফলে হাতিয়া-চট্টগ্রাম, হাতিয়া-চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়ে। তাই নৌ চলাচল শুরু হওয়ার পর থেকে ঘাটে রয়েছে অতিরিক্ত ভিড়। অতিরিক্ত যাত্রীর ভিড় সামলাতে ঘাটে অবস্থান করা নৌপুলিশ সদস্যদের অনেক বেগ পেতে হচ্ছে।
অন্যদিকে হাতিয়ার তমরদ্দি ঘাট থেকে ঢাকায় যাতায়াত করা ট্রলারগুলোও গত চার দিন বন্ধ ছিল। কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে আজ থেকে এই রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। তমরদ্দি ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা যায়। যাত্রী ছাড়াও এই রুটে প্রচুর মাছ ঢাকার বিভিন্ন আড়তে পাঠান ব্যবসায়ীরা। সকাল থেকে অতিরিক্ত মাছের ঝুড়ি নিয়ে ঢাকার লঞ্চে ওঠানোর জন্য ব্যবসায়ীদের ঘাটে অপেক্ষা করতে হচ্ছে।
ঘাটে দায়িত্ব পালন করা হাতিয়া নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, `আজ সকাল থেকে অনেকগুলো ট্রলার যাত্রী নিয়ে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এখনো ঘাটে অনেক যাত্রী অপেক্ষা করছে। যাত্রীদের সুশৃঙ্খলভাবে ট্রলারে ওঠাতে আমাদের অনেক কষ্ট হচ্ছে।'
নিঝুম দ্বীপের মাছ ব্যবসায়ী কেফায়েত উল্লা বলেন, গত চার দিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় আমরা প্রতিদিন মাছগুলো বরফ দিয়ে রেখেছি। আজ চার দিনের জমানো মাছ একসঙ্গে ঢাকায় পাঠাতে হচ্ছে। তাই ঘাটে ব্যবসায়ীদের উৎকণ্ঠায় সময় পার করতে হচ্ছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সকাল থেকে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ঘাটে আইনশৃঙ্খলা ঠিক রাখতে নৌপুলিশকে অবস্থান করতে বলা হয়েছে।

আবহাওয়া স্বাভাবিক হওয়ায় চার দিন পর হাতিয়া থেকে যাত্রীবাহী ট্রলার চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে হাতিয়ার বিভিন্ন ঘাট থেকে যাত্রীবাহী ট্রলারগুলো নির্দিষ্ট রুটে ছেড়ে যায়। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় গত রোববার সকাল থেকে সব ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
সরেজমিন নলচিরা ঘাটে গিয়ে দেখা যায়, গত চার দিন ওই রুটে যাত্রী পারাপার বন্ধ ছিল। ফলে হাতিয়া-চট্টগ্রাম, হাতিয়া-চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়ে। তাই নৌ চলাচল শুরু হওয়ার পর থেকে ঘাটে রয়েছে অতিরিক্ত ভিড়। অতিরিক্ত যাত্রীর ভিড় সামলাতে ঘাটে অবস্থান করা নৌপুলিশ সদস্যদের অনেক বেগ পেতে হচ্ছে।
অন্যদিকে হাতিয়ার তমরদ্দি ঘাট থেকে ঢাকায় যাতায়াত করা ট্রলারগুলোও গত চার দিন বন্ধ ছিল। কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে আজ থেকে এই রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। তমরদ্দি ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা যায়। যাত্রী ছাড়াও এই রুটে প্রচুর মাছ ঢাকার বিভিন্ন আড়তে পাঠান ব্যবসায়ীরা। সকাল থেকে অতিরিক্ত মাছের ঝুড়ি নিয়ে ঢাকার লঞ্চে ওঠানোর জন্য ব্যবসায়ীদের ঘাটে অপেক্ষা করতে হচ্ছে।
ঘাটে দায়িত্ব পালন করা হাতিয়া নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, `আজ সকাল থেকে অনেকগুলো ট্রলার যাত্রী নিয়ে চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। এখনো ঘাটে অনেক যাত্রী অপেক্ষা করছে। যাত্রীদের সুশৃঙ্খলভাবে ট্রলারে ওঠাতে আমাদের অনেক কষ্ট হচ্ছে।'
নিঝুম দ্বীপের মাছ ব্যবসায়ী কেফায়েত উল্লা বলেন, গত চার দিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় আমরা প্রতিদিন মাছগুলো বরফ দিয়ে রেখেছি। আজ চার দিনের জমানো মাছ একসঙ্গে ঢাকায় পাঠাতে হচ্ছে। তাই ঘাটে ব্যবসায়ীদের উৎকণ্ঠায় সময় পার করতে হচ্ছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সকাল থেকে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ঘাটে আইনশৃঙ্খলা ঠিক রাখতে নৌপুলিশকে অবস্থান করতে বলা হয়েছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সায়েন্স ল্যাব মোড় ও মিরপুরের টেকনিক্যাল মোড় অবরোধ করেন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এতে মিরপুর সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
২১ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আচরণবিধি মেনে ২০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
২ ঘণ্টা আগে
খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার কাস্টম গলির একটি পরিত্যক্ত বাড়ির পাশের গাছ থেকে মরিয়ম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
২ ঘণ্টা আগে