নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী থেকে মোবারক হোসেন শাওন (১৮) ও আনোয়ার হোসেন (২৮) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত মোবারক হোসেন শাওন বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাহা উদ্দিন স্বপনের ছেলে এবং আনোয়ার হোসেন সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের নয়া রাজারামপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মোবারক হোসেন শাওন নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরের চৌমুহনী বাজারে তাহেরা ট্রেডার্সে দীর্ঘদিন ধরে চাকরি করেন। এ কাজের সুবাদে তিন-ছার মাস আগে ওই প্রতিষ্ঠানের মালিক আবদুল মতিন তাঁর পালক মেয়ের সঙ্গে জোরপূর্বক শাওনের বিয়ে দেন। এ বিয়ে নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় তাহেরা ট্রেডার্সে বিষজাতীয় কিছু খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাওন, যা দোকানে থাকা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে পুলিশ।
পরে দোকানের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। মরদেহ অটোরিকশাযোগে তাঁর নিজ বাড়িতে পাঠিয়ে দেন শ্বশুর আবদুল মতিন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাওনকে শ্বশুর মতিন ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। কিন্তু শাওনের মা সামছুন নাহার বাদী হয়ে আবদুল মতিনকে আসামি করে প্ররোচণার দায়ে একটি হত্যা মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যদিকে গতকাল রাতে জেলার সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের নয়া রাজারামপুর গ্রামের একটি বাগান থেকে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক বিষয়ে দীর্ঘদিনের হতাশা থেকে বিষপানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে আনোয়ার হোসেন আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী থেকে মোবারক হোসেন শাওন (১৮) ও আনোয়ার হোসেন (২৮) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত মোবারক হোসেন শাওন বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাহা উদ্দিন স্বপনের ছেলে এবং আনোয়ার হোসেন সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের নয়া রাজারামপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মোবারক হোসেন শাওন নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুরের চৌমুহনী বাজারে তাহেরা ট্রেডার্সে দীর্ঘদিন ধরে চাকরি করেন। এ কাজের সুবাদে তিন-ছার মাস আগে ওই প্রতিষ্ঠানের মালিক আবদুল মতিন তাঁর পালক মেয়ের সঙ্গে জোরপূর্বক শাওনের বিয়ে দেন। এ বিয়ে নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় তাহেরা ট্রেডার্সে বিষজাতীয় কিছু খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাওন, যা দোকানে থাকা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে পুলিশ।
পরে দোকানের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। মরদেহ অটোরিকশাযোগে তাঁর নিজ বাড়িতে পাঠিয়ে দেন শ্বশুর আবদুল মতিন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে শাওনকে শ্বশুর মতিন ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। কিন্তু শাওনের মা সামছুন নাহার বাদী হয়ে আবদুল মতিনকে আসামি করে প্ররোচণার দায়ে একটি হত্যা মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অন্যদিকে গতকাল রাতে জেলার সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের নয়া রাজারামপুর গ্রামের একটি বাগান থেকে আনোয়ার হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক বিষয়ে দীর্ঘদিনের হতাশা থেকে বিষপানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকে আনোয়ার হোসেন আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৮ মিনিট আগে
কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
৪০ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
৪২ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে